October 28, 2024

আমাদের বাংলা তো সোনার বাংলাই। বিজেপিকে তাই নতুন করে সোনার বাংলা গড়ার দরকার নেই। এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read

আমাদের বাংলা তো সোনার বাংলাই। বিজেপিকে তাই নতুন করে সোনার বাংলা গড়ার দরকার নেই। এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতন,২৯ শে ডিসেম্বর সোনার বাংলার সষ্ট্রা রবীন্দ্রনাথ। ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশের জাতীয় সংগীত। রবীন্দ্রনাথ এই বাংলা, সোনার বাংলা হিসেবে তিনি লিখেছিলেন। আমাদের বাংলা তো সোনার বাংলাই। বিজেপিকে তাই নতুন করে সোনার বাংলা গড়ার দরকার নেই। এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বোলপুরে রোড শো করার পর তিনি পথসভায় বক্তব্য রাখেন। সেখানে বঙ্গ সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালাছে বিজেপি। আবার ও এই অভিযোগ তোলেন তিনি। বলেন রবীন্দ্রনাথকে অপমান করা হচ্ছে। রবীন্দ্রনাথকেই শান্তিনিকেতন থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। অমর্ত্য সেনকে আকথা কুকথা বলা হচ্ছে।

এই কাজটা করার জন্য বিজেপি স্টাম্প লাগিয়ে এখানে একজনকে উপাচার্য হিসেবে পাঠিয়েছে। অনলাইনে দেওয়া হয়েছে উপাচার্যের গায়ে স্ট্যাম।তার কাজই হচ্ছে রবীন্দ্র সংস্কৃতি রবীন্দ্র আদর্শ ও অমর্ত্য সেনের মতে মনীষীদের কে ছোট করা।অবাঙালি বিজেপি নেতাদের কথা শুনে এই কাজটার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিশ্বভারতীর উপাচার্যের হাতে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। তৃণমূল কংগ্রেস অত সহজে ছেড়ে দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে ভোটার লিস্টে নাম টা তুলে রাখার জন্য আবেদন জানান। কারণ এনআরসি যাতে রাজ্যের কোন মানুষকে বাইরে বার করে দিতে না পারে। আজ বোলপুরে উপচে পড়া ভিড়ে রোড শো করার পর জামবুনিতে পথসভায় ভাষণ দেন। তার বক্তব্য ছিল এনআরসি নিয়ে বিজেপি যতই লাফাক শুধু আপনারা ভোটার লিস্টে নামটা তুলে রাখুন। বাকিটা বুঝে নেব। কোনভাবে এনআরসি করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী দাবী করেন। এদিন জানাতে ভোলেননি যেভাবে বহিরাগতদের উপদ্রব বাড়ছে তাতে তিনি রাজ্যবাসীকে বিশেষ করে মহিলাদের সতর্ক করে দিয়ে বলেছেন পাড়ায়-মহল্লায় বহিরাগত দেখলে পুলিশকে অভিযোগ জানিয়ে রাখুন। পুলিশ যদি অভিযোগ না নেয় তাহলে থানার অভিযোগ বাক্সে জমা করুন আর একটা আমাদের পাঠিয়ে দিন আমরা বুঝে নেব। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এক সময় মা রা সব ছেলেদের ঘুম পাড়াতো ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে বলে সত্যিই সেই বর্গী রাজ্যে আসছে সাবধান। এদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরী হওয়ার নিদান দেন।বলেন আমাদের প্রস্তুুত হতে হবে। মুখ্যমন্ত্রী এদিন জানান আমার কোন পরিবার নেই। রাজ্যের মানুষই আমার পরিবার। মানুষের ক্ষতি করে রাজনীতি করিনা। মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গেই থাকব। ২১ সাল আমাদের শুভ। একুশ মানে আমাদের প্রত্যয়, আমাদের আশা, আমাদের ভরসা। একুশে আমরা আবারো ইতিহাস তৈরি করব। মুখ্যমন্ত্রী এদিন যুবক-যুবতীদের সতর্ক করে দিয়ে বলেন সরকারি চাকরি এভাবে ফ্রম বিলি করে দলের পার্টি অফিস থেকে হয়না। সমস্ত টাইমিথ্যাচার আমার ভাই বোনেদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কারণ সদ্যোজাত শিশু থেকে মৃত্যুপথযাত্রীর বাড়ির লোকেদের কাছে ভোট চাইতে গেলে তারা সবাই জানিয়ে দিচ্ছে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তারা কিভাবে উপকৃত হয়েছে।এটা বুঝতে পেরে বিজেপি নানারকম ফন্দী করার চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না বাংলার মানুষ ভোটে তাদের বন্দী করে দেবো

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *