October 28, 2024

ইসলামপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন কে, করিম না কানাইয়া  ?  

1 min read

ইসলামপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন কে, করিম না কানাইয়া  ? 

আসন্ন বিধানসভা নির্বাচনে ইসলামপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন কে, করিম না কানাইয়া, তা নিয়ে চর্চা চলছে দীর্ঘদিন ধরেই। দলের শীর্ষ নেতৃত্ব এব্যাপারে এখনও মুখ না খুললেও সোমবার করিম চৌধুরী নিজেই জানিয়ে দিয়েছেন যে এই আসন থেকে তিনিই প্রার্থী হতে চলেছেন। খালি তাই নয়, তাঁকে প্রার্থী ঘোষণার পর কানাইয়া-অনুগামী দলের একটা বড় অংশ বসে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এব্যাপারে দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কোনও মন্তব্য করতে চাননি।এদিন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী নিজের বাড়ির গোলঘরে কর্মী বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি পুরনো দিনের কথা উল্লেখ করে বলেন, আমি যখন তৃণমূল ছেড়ে দিয়েছিলাম, তখন তৃণমূল নেতৃত্বের টিকিট দেওয়ার আশ্বাসে আমি আবার দলে ফিরে এসেছিলাম। এখন তো আমি তৃণমূলেরই বিধায়ক আছি। আমার বিশ্বাস, এবারও দল আমাকেই প্রার্থী করবে। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমি প্রার্থী হলে অবশ্য কানাইয়া গোষ্ঠীর একাংশ আমাকে সমর্থন করবে না।

তাঁরা বসে যাবে। এদিন আমি কর্মিসভা করেছি। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস আছে। তার অনুষ্ঠানের বিষয়ে এদিন আলোচনা হয়েছে। সেসঙ্গে সাংগঠনিক আলোচনাও হয়েছে। ইসলামপুরে দীর্ঘদিন ধরেই ব্লক ও টাউন কমিটি নিয়ে একটা কোন্দল চলছে।বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী নিয়ে করিম সাহেবের এই মন্তব্যের ফলে দলের মধ্যে নতুন করে ঘোঁট পাকতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে। যদিও এব্যাপারে প্রশ্ন করা হলে কানাইয়ালাল আগরওয়াল বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না।প্রসঙ্গত, করিম ও কানাইয়ার গোষ্ঠীকোন্দল অনেক দিন থেকেই চলে আসছে। কংগ্রেসের টিকিটে কানাইয়ালাল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী করিম চৌধুরীকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন। পরে দলবদল করে তৃণমূলে যোগ দেন কানাইয়ালাল। তাঁকে দলে নেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন করিম সাহেব। পরে করিম সাহেব দল ছাড়েন এবং নতুন দল তৈরি করেন। গত লোকসভা নির্বাচনে কানাইয়ালাল বিধায়ক পদে ইস্তফা দিয়ে রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী হন। সেসময় ওই আসনে বিধানসভা উপনির্বাচনের আগে করিম সাহেব দলে ফিরে আসেন ও তৃণমূলের প্রার্থী হয়ে জয়লাভও করেন। দলের হয়ে কানাইয়া ব্লক ও টাউন কমিটির সভাপতি পদে নাম ঘোষণা করে দিয়েছেন আগেই। কিন্তু সেই নাম করিম সাহেবের পছন্দ নয়। তাই তিনি নিজের পছন্দ মতো ওই দুই পদে অন্য দু’জনের নাম ঘোষণা করেছেন। তবে কানাইয়ার ঘোষিত পদাধিকারীদেরই যে দল মান্যতা দিয়েছে, একথা এদিন একপ্রকার মেনেই নিয়েছেন করিম। তিনি বলেন,  কানাইয়ার লোকেরা ব্লক ও টাউন কমিটির পদের জন্য দলের অনুমোদন পেয়েছে। বিধায়ক হিসেবে আমি ব্লক ও টাউন সভাপতির নাম পাঠিয়েছিলাম। কিন্তু তা অনুমোদন পায়নি। পরে আমি সুব্রত বক্সির সঙ্গে দেখা করেও এই বিষয়ে জানিয়েছি। তাঁর পরামর্শ অনুসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে আবেদন করেছি। কিন্তু কোনও উত্তর পাইনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *