October 28, 2024

ফিরহাদ হাকিম, মলয় ঘটকের সামনেই ব্যাপক উত্তেজনা নেতাজি ইন্ডোরে

1 min read

ব্যাপক উত্তেজনা নেতাজি ইন্ডোরে ফিরহাদ হাকিম, মলয় ঘটকের সামনেই

সোমবার এসএলও সংগঠনের মহাসমাবেশ ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু সেই সমাবেশে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিয়ে কোনও সরকারি ঘোষণা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা।

সমাবেশ শেষ হতে না হতেই স্টেডিয়ামের ভিতর বিক্ষোভ শুরু করেন তাঁরা। তারপর বাইরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। শ্রমমন্ত্রী মলয় ঘটককে কার্যত ঘেরাও করে ফেলেন এসএলও সংগঠনের শ্রমিকরা। কোনও ক্রমে পুলিশ তাঁকে উদ্ধার করে ভিতরে নিয়ে যায়। বিকেল সাড়ে চারটের খবর, স্ট্র্যান্ড অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের বিরাট পুলিশবাহিনী। অবরোধ তোলার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। পুলিশকে কার্যত নাস্তানাবুদ হতে হচ্ছে। শাসকদলের ডাকেই এই সমাবেশ হচ্ছিল। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুত্‍মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডেও। তাঁদের উদ্দেশ করেও স্লোগান দেন সমাবেশে আসা শ্রমিকরা। শ্রমিকদের বক্তব্য, নতুন কোনও ঘোষণাই এদিন হয়নি। সেই পুরনো প্রতিশ্রুতির ভাঙা ক্যাসেটই বাজিয়ে গিয়েছেন মন্ত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *