October 28, 2024

আমন্ত্রণ পাননি মমতা বিশ্বভারতীর শতবর্ষে  দাবি 

1 min read

আমন্ত্রণ পাননি মমতা বিশ্বভারতীর শতবর্ষে  দাবি

বৃহস্পতিবার বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী মোদি। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এই অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন সাংবাদিক সম্মেলন করে দাবি জানালেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।এদিকে বিশ্বভারতীর প্যাডে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে লেখা চিঠির ছবি ভাইরাল।

৪ ডিসেম্বর লেখা হয়েছে চিঠিটি। এই নিয়ে ব্রাত্য বসুকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘‌সেই চিঠির কোনও প্রাপ্তি স্বীকার করা হয়েছিল কি? ওই চিঠির প্রাপ্তি স্বীকারের নথি আছে কি? উপাচার্য নিজেই সই করে নিজের কাছে ওই চিঠি রেখে দিয়েছিলেন নাকি?’‌জল্পনা, অনুষ্ঠানের আগের রাতেও মুখ্যমন্ত্রীকে আলাদাভাবে জানানো হয়েছে। সেকথা বলেন কিছু সাংবাদিক। সেই জবাবে ব্রাত্য বললেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে আমন্ত্রণ জানানোর এটা কোনও নিয়ম? এ ভাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়?’‌মুখ্যমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো নিয়েই বৃহস্পতিবার সকাল থেকে চলল বিতর্ক। যদিও টুইটারে মমতা ব্যানার্জি বিশ্বভারতীর শতবর্ষ নিয়ে টুইট করেন। উদ্ধৃত করেন রবীন্দ্রনাথেরই একটি গান। লেখেন, ‘‌বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *