October 28, 2024

রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যয় ও বিধায়কের প্রতিশ্রুতিই সার,ধামজা ফরেস্টের পিকনিক স্পট বিষ বাও জলে

1 min read

রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যয় ও বিধায়কের প্রতিশ্রুতিই সার,ধামজা ফরেস্টের পিকনিক স্পট বিষ বাও জলে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২,ডিসেম্বর:শীতের মরশুম শুরু হতেই কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা এলাকার বিশাল এলাকা বিশিষ্ট ধামজা ফরেস্ট প্রতিবছরের ন্যায় পিকনিকে র আসর বসতে শুরু করেছে।যদিও রাজ্যের বন মন্ত্রী তথা কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ কালিয়াগঞ্জ বাসীর প্ৰতি কথা দিয়েও কোন কথা রাখেনি।জানা যায় কিছুদিন পূর্বে কালিয়াগঞ্জ বিধানসভা র উপ নির্বাচনের প্রচারে এসে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জে এসে বলেছিলেন এই একটি বছরের জন্য আমাদের তপন দেবসিংহকে জয়ী করে ভিক্ষা দিন।আমরা এই এক বছরের মধ্যে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করবো এবং কালিয়াগঞ্জের ধামজা ফরেস্টকে অত্যাধুনিক পিকনিক স্পট তৈরি করে দেব।

কিন্তু বিধায়কতো দূরের কথা বন মন্ত্রী রাজীব ব্যানার্জী পর্যন্ত কোন কাজ করেন নি।ধামজা ফরেস্টে আশা পিকনিক পার্টিদের বক্তব্য কালিয়াগঞ্জের উপ নির্বাচনে তপন দেব সিং জয়ী হবার পরে রাজীব ব্যানার্জী কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে তপন দেবসিংহকে বিজয়ের সম্বর্ধনা দেবার অনুষ্ঠানে যেদিন আসন,সেদিন বন দপ্তরের তাবর তাবর আধিকারিকদের নিয়ে ধামজা ফরেস্টে গিয়ে সমস্ত কিছু দেখভাল করেন।বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সেখানেই বন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন ।

অবিলম্বে ধামজা ফরেস্টকে পিকনিক স্পট করবার । বিধায়ক তপন দেবসিংহকে নির্দেশ দেন।কিন্তু বনমন্ত্রী চলে যাবার পরে কোন কাজতো শুরুই হয়নি তাছাড়া বিধায়ক নিজেও একবারের জন্যও ধামজা ফরেস্ট যাবার চিন্তা ভাবনা করেন নি।ফলে ধ্যমজা ফরেস্ট এসে পিকনিক পার্টিরা বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যয় এবং বিধায়ক তপন দেবসিংহ সম্পর্কে বলছে এই বিধায়ক বিগত একটি বছর সময় পেয়েও কালিয়াগঞ্জ শহরের কোন কাজ করলেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *