October 28, 2024

‘সূর্যের সঙ্গে লড়াই করতে গেলে ঝলসে যাবেন’, বিরোধীদের হুঙ্কার অভিষেকের

1 min read

‘সূর্যের সঙ্গে লড়াই করতে গেলে ঝলসে যাবেন’, বিরোধীদের হুঙ্কার অভিষেকের

অমিত শাহের (Amit Shah) সভায় শনিবারই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল হারবে বলেই দাবি করেছেন নব্য বিজেপি নেতা। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তোপ দেগেছেন।

তার ঠিক চব্বিশ ঘণ্টা পর শুভেন্দুকে জবাব দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলায় ক্ষমতা দখল করবেন বলেই আশাবাদী তিনি।মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সূর্যের সঙ্গে তুলনা করে বিরোধীদের বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সূর্যের সঙ্গে লড়াই করতে গেলে ঝলসে যাবেন। সে অমিত শাহ হোন কিংবা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বা সিপিএমের সুজন চক্রবর্তী। যেই লড়াই করবেন সেই ঝলসে যাবেন।’ আগে বেশ কয়েকদিন ধরে অরাজনৈতিক সভা থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্যারাশুটে নামিনি, লিফটেও উঠিনি বলেও দাবি করেছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু। আরও একবার সেই ইস্যুতে শুভেন্দুকে খোঁচাও দিয়েছেন অভিষেক। শুভেন্দু অধিকারী কার্যত তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলেও তোপ দেগেছেন তৃণমূল সাংসদ। বিধানসভা নির্বাচনের আগে এলাকার উন্নয়নের বার্তাও দেন অভিষেক। এ প্রসঙ্গে গেরুয়া শিবিরকেও খোঁচা দিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনের আগে শাসক-বিরোধী আক্রমণের ঝাঁজ যে ক্রমশ বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলবদল নিয়ে কার্যত অস্বস্তিতে তৃণমূল। তার উপর আবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মেদিনীপুরে মেগা জনসভা করেন তিনি। ওই জনসভার মঞ্চ থেকে শুক্রবার দলবদল-সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছিলেন তিনি। তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে বলেও তোপ দেগেছিলেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনের তৃণমূলের ভরাডুবি হবে বলেও কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারই পালটা হিসাবেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদ এলাকায় দাঁড়িয়ে এমন জোরাল বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।দলবদলের ঠিক 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *