October 28, 2024

নিয়মিতভাবে ফতেপুর সি ডি স্কুল “দুয়ারে বিদ্যালয় ” কর্মসূচি গ্রহণ করায় ছাত্র ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে

1 min read

নিয়মিতভাবে ফতেপুর সি ডি স্কুল “দুয়ারে বিদ্যালয় “কর্মসূচি গ্রহণ করায় ছাত্র ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৬,ডিসেম্বর:  উত্তরদিনাজপুর জেলার ।কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুর বিদ্যালয় সম্ভবত রাজ্যের মধ্যে নুতন কর্মসূচি “দুয়ারে বিদ্যালয়”ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন গ্রামের এলাকায় গিয়ে পাঠ দান করায় সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।কালিয়াগঞ্জ ব্লকে ও শহরে প্রচুর পরিমানে উচ্চ বিদ্যালয় থাক লেও আজ পর্যন্ত ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয় বাদে কোন বিদ্যালয় এখনো এগিয়ে আসেনি বলে জানা যায়।সম্প্রতি পর পর দুই

।দিন ধরে বিভিন্ন গ্রামে গিয়ে ফতেপুর বিদ্যালয়ের গ্রামের ছাত্র ছাত্রীদের বাড়ির পাশে গিয়ে করোনা আবহে অত্যন্ত দায়িত্ব নিয়ে এই কাজ করায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রচন্ড উপকৃত হয়েছে বলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষকদের ভূয়সী প্রশংসা করে বলে জানা যায়।ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন দাস বলেন।ছাত্র ছাত্ররা গত মার্চ মাস থেকে বিদ্যালয়ের সাথে সম্পর্ক নস থাকায় তারা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে।তাই আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা সিধান্ত নিয়েছি আমাদের ছাত্র ছাত্রীদের জন্য কিছু একটা করতে হবে।সেটাই আমরা বিদ্যালযের শিক্ষকরা মিলিত উদ্যোগ নিয়ে এই কাজে সামিল হয়েছি।সম্প্রতি চান্দলের পর আমরা কুশ মন্ডি ব্লকের দেহেট গ্রামে দুয়ারে বিদ্যালয় কর্মসূচি নিয়ে গেলে সেখানে দুই শতাধিক ছাত্র ছাত্রীদের পাঠ দান করা হয়।এদিন যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকরা পাঠ ডজন করে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক খেলারাম।সরকার,প্রভাষ সরকার,পলাশ বর্মন,প্রসেনজিৎ রায়,শচীন সরকার,কামিনী সাহা,জয়ন্ত সরকার,দীপঙ্কর সিংহ,কার্তিক রায়, নারোদ সরকার এবং ঈশাহক আলী।ফতেপুর সিডি উচ্চ বিদ্যাল্যের প্রধান শিক্ষক প্রসূন দাসের এই উদ্যোগকে গ্রামবাসীরা অভিনন্দন জানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *