October 28, 2024

উত্তরবঙ্গ যে তিমিরে ছিল অনুন্নয়ন এ আজও সেই তিমিরেই আছে সাংবাদিকদের একথা বলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী

1 min read

উত্তরবঙ্গ যে তিমিরে ছিল অনুন্নয়ন এ আজও সেই তিমিরেই আছে সাংবাদিকদের একথা বলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী

দেবব্রত চক্রবর্তী উত্তরবঙ্গ যে তিমিরে ছিল অনুন্নয়ন এ আজও সেই তিমিরেই আছে। উত্তরবঙ্গের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুই করেননি শুধু মিথ্যা কথার নাটক ছাড়া। আজ যখন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে রাজনৈতিক সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিজেপির একটি সাংগঠনিক সভা তে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের একথা বলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু বলছেন পাহাড় হাসছে। কিন্তু এটা ডাহা মিথ্যা কথা পাহাড়ে যে সমস্যা ছিল সেই সমস্যা এখনো আছে। এখানে কোনো সুরাহা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন শেষবেলার নাটক করছে। প্রথম দিন থেকে যে নাটকের ঘরানা রয়েছে সেটি এখনো বজায় রেখেছে। তিনি খুবই নিখুঁত কলা কুশীল ক । তার এই নাটকের জেরে এই রাজ্যে থেকে শিল্পপতিরা চলে গিয়েছে অন্য জায়গায়। কেন্দ্রের কৃষি বিল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন এই কৃষিবিল কৃষকদের স্বার্থে । যারা ফরে বাজ বা দালাল রাজের অবসান ঘটানোর জন্য করা হয়েছে। যারা ওখানে বসে রয়েছে তারা সারা ভারতবর্ষের কোন প্রান্তিক কৃষক নেই সেখানে। কোন কৃষকরা সেখানে রয়েছে তাদের কারা মদ ত দিচ্ছে । খাবার থেকে পাব কারা যোগাচ্ছে এই তথ্য দ্বারের কাছে রয়েছে তাঁরা ভালো করে জানেন এরা কৃষকদের স্বার্থে না কিসের স্বার্থে আছেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *