October 28, 2024

মার্চের শেষেই রাজ্যে পুরভোট ? 

1 min read

 মার্চের শেষেই রাজ্যে পুরভোট ?

টার্গেট ২০২১-এর লক্ষ্যে সরগরম রাজ্য রাজনীতি ৷ বিধানসভার প্রস্তুতির মাঝেই এবার পুরভোটের দামামা ৷ সবকিছু ঠিকঠাক চললে মার্চের শেষে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য পুরভোট ৷ অর্থাৎ বিধানসভার ফাইনাল এক্সামের আগেই পুরসভার টেস্ট পরীক্ষায় তৃণমূল থেকে বিজেপি ৷এই জল্পনার শুরু রাজ্যের এক সিদ্ধান্তে ৷ মঙ্গলবার মার্চের শেষে পুরভোট করার কথা রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে সরকার ৷ রাজ্যের এই নয়া সিদ্ধান্ত ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টকে জানাবে কমিশন ৷কলকাতা সহ রাজ্যের একাধিক পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ ৷

বর্তমানে প্রশাসক বোর্ড বসিয়ে চলছে পুরসভার কাজ ৷ নির্বাচন ছাড়া প্রশাসক বসিয়ে অবৈধভাবে শাসক দল নিজের দখলে পুরবোর্ডকে রাখছেন , এই অভিযোগে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ৷ কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে বৈধ বলে কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পর, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয়। সেই মামলায় গত শুনানিতেই দেশের শীর্ষ আদালত রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যে ভোট করার মতো বর্তমানে পরিস্থিতি আছে কি না, তা জানানোর নির্দেশ দিয়েছিল। সেই মামলার পরবর্তী শুনানিতেই রাজ্যের সিদ্ধান্তের কথা শীর্ষ আদালতকে জানাবে কমিশন ৷ এর আগে করোনা সংক্রমণের আবহে ভোটের মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছিল রাজ্য ৷কমিশন সূত্রে খবর, ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে ৷ সেই তালিকা নির্বাচন উপযোগী করতে এবং নির্বাচনের সমস্ত প্রস্ততি নিতে ১ থেকে দেড় মাস সময় লাগবে ৷ সেক্ষেত্রে মার্চের শেষে রাজ্যে পুরভোটের আয়োজন করা অসম্ভব কিছু নয় ৷ ফলে বিধানসভার কুরুক্ষেত্রের আগেই পুরযুদ্ধে নামতে চলেছে রাজ্য ৷ বাংলার মসনদে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, সেই উত্তর পাওয়ার আগেই রাজ্যের আগামীর ইঙ্গিত দেবে পুরভোটের ফলাফল ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *