October 28, 2024

শুভেন্দু অধিকারী বলেছেন স্বাধীনতা সংগ্রামে পূর্বমেদিনীপুর জেলা যে ভূমিকা গ্রহণ করেছিলো সেই ইতিহাস সংরক্ষণ করা এবং ঐতিহ্যকে বহন করে নিয়ে যেতে তিনি কাজ করে যাবেন

1 min read

শুভেন্দু অধিকারী বলেছেন স্বাধীনতা সংগ্রামে পূর্বমেদিনীপুর জেলা যে ভূমিকা গ্রহণ করেছিলো সেই ইতিহাস সংরক্ষণ করা এবং ঐতিহ্যকে বহন করে নিয়ে যেতে তিনি কাজ করে যাবেন

শুভেন্দু অধিকারী বলেছেন স্বাধীনতা সংগ্রামে পূর্বমেদিনীপুর জেলা যে ভূমিকা গ্রহণ করেছিলো সেই ইতিহাস সংরক্ষণ করা এবং ঐতিহ্যকে বহন করে নিয়ে যেতে তিনি কাজ করে যাবেন। আজ তিনি মহিষাদল রাজবাড়ীর ছোলাবাড়ী মাঠে সদ্য প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণে আয়োজিত এক সভায় ভাষণ দিচ্ছিলেন।

তিনি বলেন, ১৭ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবস পালন, ভারতছাড়ো আন্দোলনের ৫০ বছর পূর্ত্তী, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস, সতীশ চন্দ্র সামন্ত, সুশীল কুমার ধাড়ার জন্মদিন পালন থেকে, মহিষাদলের প্রজ্ঞানানন্দ ভবন সংস্কার, একাধিক বই মুদ্রনের ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন।আগামী দিনে তাঁর সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দিয়ে তিনি এই কাজ এগিয়ে নিয়ে যাবেন বলে জানান।তিনি বলেন অনেক আগে থেকে ঘোষিত আজকের অনুষ্ঠানে ৫০০০ মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলাম তার থেকে বেশি মানুষ আসায় আমি অভিভূত অনুপ্রাণিত। আগামী তিন , পনের, সতের ডিসেম্বর যথাক্রমে ক্ষুদিরাম বসু, সতীশচন্দ্র সামন্তর জন্মদিন ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করবো জনতার সাথে। রাস্তায় থাকবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *