October 28, 2024

কালিয়াগঞ্জ কৃষি উদ্যোগ প্রোডিউসারের ব্যবস্থাপনায় আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ২৫ কেজি দরে আলু বিক্রি

1 min read

কালিয়াগঞ্জ কৃষি উদ্যোগ প্রোডিউসারের ব্যবস্থাপনায় আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ২৫ কেজি দরে আলু বিক্রি

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮,নভেম্বর:আলুরদাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কৃষি উদ্যোগ প্রডিউসার কোম্পানির উদ্দ্যোগে ও কৃষি বিপণন দপ্তরের সহায়তায় শনিবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু জনপ্রতি চার কেজি করে দেওয়া হয়।২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হবার খবর জানা জানি হতেই মহেন্দ্রগঞ্জ নাট মন্দির চত্বরে বিশাল লাইন পড়ে যায়।

জন প্ৰতি চার কেজি করে ২৫ টাকা দরে আলু পাওয়ায় সাধারণ মানুষ দারুন খুশি।কম দামে আলু কিনতে আসা সরস্বতী রায় বললেন আমরা গরিব মানুষ বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছি।২৫ টাকা কেজি দরে আলু পেয়ে আমাদের মত মানুষদের অনেক উপকার হল বলে জানান।কালিয়াগঞ্জ কৃষি দপ্তরের কর্মী পিনাকী ভৌমিক বলেন আমরা বেশ কয়েকবার কয়েক হাজার মানুষদের মধ্যে আলুর দুর্মূল্যের বাজারে ২৫ টাকা কেজি দরে দিতে পারায় অনেক গরীব মানুষ উপকৃত হয়েছে।তিনি বলেন গত শুক্রবার কৃষি মন্ডিতে সাড়ে ছয় টন এবং আজ শনিবার দুই টন আলু দিতে পেরেছি বলে জানান।

তবে আরো যদি এভাবে দেওয়া যায় তাহলে আরো অনেক মানুষই উপকৃত হতে পারে।কালিয়াগঞ্জ কৃষি উদ্যোগ প্রোডিউসার কোম্পানির কর্নধার বেলাল রহমান বলেন আমরা প্ৰতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি মানুষদের এই দুর্মূল্যে র বাজারে কি ভাবে সাধারণ দুস্থ্য মানুষদের পাশে দাঁড়ানো যায়।

তিনি বলেন আমরা আজ পর্যন্ত বিভিন্ন শিবিরের মাধ্যমে ১১৮ টন আলু বিক্রি স্বল্প মূল্যে দিতে পেরেছি বলে জানান।আজকের শিবিরে উপস্থিত ছিলেন গৌতম রায়,সুশান্ত দাস,মোজাম্মেল হক এবং পিনাকী ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *