October 28, 2024

কালিয়াগঞ্জের ধনকোল কৃষি মণ্ডিতে সরকারি কেন্দ্রে ধান কেনার উদ্বোধন করলেন বিধায়ক

1 min read

কালিয়াগঞ্জের ধনকোল কৃষি মণ্ডিতে সরকারি কেন্দ্রে ধান কেনার উদ্বোধন করলেন বিধায়ক

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭নভেম্বর:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকোল কৃষি মন্ডিতে সরকারি ভাবে চাষিদের কাছ থেকে ধান কেনার সূচনা করলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ।বিধায়ক তপন দেব সিংহ বলেন বাজারে বর্তমানে এক শ্রেণীর দালাল চাষিদের কাছ থেকে মাত্র১৪০০ টাকা কুইন্টাল দরে ধান কিনছে।সেখানে সরকার আজ থেকে সরকারি ধান ক্রয় কেন্দ্রে চাষিরা ধান দিলে

তারা প্ৰতি কুইন্টাল ধানের দাম পাবে ১৮৬৮ টাকা।শুধু তাই নয় অতিরিক্ত আরো কুড়ি টাকা যাতায়াত ভাড়ার জন্য চাষিদের সরকার থেকে দেওয়া হচ্ছে।বিধায়ক তপন দেব সিংহ বলেন একজন কৃষক ৪৫ কুইন্টাল ধান দুইদিনে বিক্রি করতে পারবে

।তিনি সরকারি ধান ক্রয়ের ব্যক্তিদের জানিয়ে দেন অযথা চাষিদের কাছ থেকে যেন ধলতা না কাটা হয়।কোন ভাবেই যেন চাষিদের হয়রানি নস করা হয়।জানা যায়

কালিয়াগঞ্জ ব্লকে এই মুহূর্তে পাঁচ হাজার কুইন্টাল ধান ক্রয় করবার লক্ষ মাত্রা ধার্য করা হয়েছে।ধান কেনার সূচনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিরন্ময় সরকার(বাপ্পা)কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,পঞ্চায়েত সমিতির সদস্য খতিবুর রহমান,সঞ্জীব বর্মন সহ অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *