October 28, 2024

কালিয়াগঞ্জে বিজেপির বন্ধে রাস্তায় নেমে বিরোধিতা করতে দেখা গেল না শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস কে।বিজেপি কার্যত ওয়াকওভার পেয়ে গেল বিধানসভা নির্বাচনের আগেই  তৃণমূল কংগ্রেসের কাছ থেকে

1 min read

কালিয়াগঞ্জে বিজেপির বন্ধে রাস্তায় নেমে বিরোধিতা করতে দেখা গেল না শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস কে।বিজেপি কার্যত ওয়াকওভার পেয়ে গেল বিধানসভা নির্বাচনের আগেই  তৃণমূল কংগ্রেসের কাছ থেকে

তনময় চক্রবর্তী  রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে বলছে বিভিন্ন ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস কমিটিগুলোকে বিভিন্ন জায়গায় ঠিক তখন আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ বিজেপি কার্যত ওয়াকওভার পেয়ে গেল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। ফলে কার্যত বিজেপি আজকে কালিয়াগঞ্জ এর বন্ধ কে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই এগিয়ে গেল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। সম্প্রতি কালিয়াগঞ্জ এর নসীর হাটে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে বিজেপি আজকে কালিয়াগঞ্জে বারো ঘন্টা বন্ধ ডেকেছিল। আর সেই উপলক্ষে বিজেপির প্রচার অভিযান ছিল তুঙ্গে  গত  কয়দিন ধরে এই বন্ধ কে সাফল্যমন্ডিত করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় এই বন্ধের বিরোধিতা করে কি কালিয়াগঞ্জে শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কে দেখা যায়নি রাস্তায় নেমে এই বন্ধের বিরোধিতা করতে। কার্যত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা আজ বেশিরভাগ সময়টাই ঘর বন্দী হয়ে কাটিয়ে দিল।

বলা যেতেই পারে এক কথায় ওয়াকওভার দিল বিজেপিকে তৃণমূল কংগ্রেস। আজকের এই বন্ধের বিরোধিতা করে একদিকে যেমন রাস্তায় নামতে দেখা যায়নি কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ কে তেমনি রাস্তায় নামতে দেখা যায়নি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষের নেতৃত্বে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসকে ও কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির নিতাই বৈশ্য র  নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেসকে। ফলে কার্যত হতাশ শহর ও ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেন, কি ব্যাপার নির্বাচনের আগেই তো দেখছি কালিয়াগঞ্জ এর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রায় ওয়াকওভার দিয়ে ফেলল বিজেপিকে। তারা কি রাস্তায় নেমে এই বন্ধের বিরোধিতা করতে পারত না ? আজ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কোথায়। যতই সামনে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই যেন তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ছে কালিয়াগঞ্জে বিজেপির কাছ থেকে । অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছেন বিধানসভা নির্বাচনে এবার কি বলবেন কালিয়াগঞ্জ এর বিধায়ক। তিনি কি একটা প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন। তাই হয়তো তিনি ধরেই নিয়েছেন এবার আর তিনি থাকছেন না গদিতে তাই হয়তো বা একটু পিছুটান দিয়েছে তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জ।তাই  নেই তেমন কোনো মিছিল মিটিং। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরও বলেন এখানে কিভাবে শ্রীবৃদ্ধি হবে তৃণমূল কংগ্রেসের এখানে তো একে অপরের মধ্যে মিল নেই কোথাও । যা আছে শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্বে ভরা। এ দাদার গোষ্ঠী তো আবার অন্য দাদার গোষ্ঠী। এখানে গোষ্ঠী ছাড়া কিছু নেই। আজ এই বন্ধ কে কেন্দ্র করে একদিকে যখন দেখা গেল গত কয়েকদিন ধরে বিজেপির লাগাতার প্রচার অভিযান কালিয়াগঞ্জ শহরজুড়ে ঠিক তখন চুপ করে বসে দেখলো তৃণমূল কংগ্রেস। তারা একবারের জন্যও সাধারণ মানুষকে কে বলতে পারলেন না আপনারা এই বন্ধে সাড়া দেবেন না আপনাদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু উল্টোটাই দেখা গেল আজ । আজ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়েছে কালিয়াগঞ্জে। চলেনি কোন যানবাহন,  খোলেনি কোন দোকান পাসার। তবে এই বন্ধের মধ্যেও বন্ধের এর বিরোধিতা করে আর পাঁচটা দিনের মতো কালিয়াগঞ্জ পৌরসভা ছিল স্বাভাবিক ছন্দে। পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল কে দেখা যায় আজ সকালে সকাল ই পৌরসভায় এসে জনগনকে তাদের পরিষেবা দিতে। তবে যাই হোক না কেন আজকের সতস্ফুর্ত বন্ধ যে আগামীতে বিজেপিকে অনেকটাই শক্তি যোগাল বিধানসভা নির্বাচনের আগে তা কিন্তু বলা যেতেই পারে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *