October 28, 2024

কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে সুহৃদ সঙ্ঘের কালীপূজায় কচিকাঁচাদের আনন্দ দিতে বিশেষ আকর্ষণ ঘোড়ায় চড়ার ব্যবস্থা,কচিকাঁচারা ভীষন খুশি-

1 min read

কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে সুহৃদ সঙ্ঘের কালীপূজায় কচিকাঁচাদের আনন্দ দিতে বিশেষ আকর্ষণ ঘোড়ায় চড়ার ব্যবস্থা,কচিকাঁচারা ভীষন খুশি-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৬,নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাট মন্দির(বৃন্দাবন ধামের)মাঠে সুহৃদ সঙ্ঘের কালীপূজায় পূজা কমিটি শহরের কচিকাঁচাদের সাময়িক আনন্দ দিতে অভিনব উদ্দোগ নিল।কালীপূজার বিশাল মাঠে কচিকাঁচাদের আনন্দ দিতে একটি ঘোড়া এনে তাতে চড়িয়ে কচিকাঁচাদের সাময়িক আনন্দ দেবার ব্যবস্থা করলো।।

সারা মাঠ একবার ঘুরলেই দিতে হচ্ছে মাত্র কুড়ি টাকা।সুহৃদ সঙ্ঘের কর্নধার সুদীপ ভট্টাচার্য এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জে গত দুর্গাপূজায় শহরের বাচ্চারা করোনা আব হের কারনে কোন রকম আনন্দ উপভোগ করতে পারেনি।তাদের কথা মাথায় রেখে কালি পূজায় যাতে

একটি ঘোড়া এনে ঘোড়ার পিঠে বসিয়ে কচিকাঁচাদের ঘোড়ানোর ব্যবস্থা করে আনন্দ দেওয়া যায় সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ঘোড়ার পিঠে বসিয়ে বাচ্চাদের ঘোড়ানোর ব্যবস্থা করলে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়।তবে সারা মাঠ একবার ঘুরলে লাগছে মাত্র কুড়ি টাকা।কালিয়াগঞ্জ শহরে কালীপূজায় এই প্রথম বাচ্চাদের জন্য এমন অভিনব ভাবনা আনায় বাচ্চাদের অভিভাবকরা সুহৃদ সঙ্ঘের সমস্ত সদস্যদের অভিনন্দন জানায়।সাধারণ মানুষদের বক্তব্য দার্জিলিং এর ম্যালে যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্য কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনের মাঠে দেখা যাবে এই কথা চিন্তা করতেও ভালো লাগছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *