October 28, 2024

ইউরোপের মলডোভাতে আন্তর্জাতিক আলোচনা সভাতে ড: তাপস পাল

1 min read

ইউরোপের মলডোভাতে আন্তর্জাতিক আলোচনা সভাতে ড: তাপস পাল

ইউরোপের মলডোভাতে রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান অনুষদের 25 তম বার্ষিকীতে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে ”রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান: গ্লোবাল চ্যালেঞ্জস, স্থানীয় সমাধান ও আন্তর্জাতিক সম্পর্ক” নিয়ে আলোচনা চক্রে ভারত থেকে উপস্থিত ছিলেন ড: তাপস পাল, ক্রিস্টিয়ানো মোরারি, ইস্ট্রাটি লাউড়া, আনা পোদোলিয়ানু, একুলিনা, অলিসিয়া গারবাজ, সাভা নিকোলেটা, রোভাকাভা আনা, এফিম চিলারি, নাটালিয়া স্টারকুল, রোমান আলেক্সাদ্রু, জামফির নাটালিয়া আরও অনেকে এই আন্তর্জাতিক আলোচনা সভাতে অংশগ্রহণ করেন |

মলডোভাতে আয়োজিত এই আলোচনা সভায় বর্তমান গ্লোবাল ইস্যু ও চ্যালেঞ্জস নিয়ে সকলের বক্ত্যব্য ছিল যুক্তি যুক্ত |
ড: পাল তার বক্ত্যব্যে বোঝান বর্তমান পৃথিবী তে যেমন পলিটিকাল দিকটির প্রয়োজন তেমনি ভবিষৎ প্রজন্ম বাঁচিয়ে রাখতে প্রয়োজন স্হিতিশীল উন্নয়ন এর প্রয়োজনীয়তা কতটা আর স্থিতীশীল উন্নয়নের জন্য স্হিতিশীল চিন্তা ধারা কত আবশ্যিক | পলিটিকাল ও অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স এর পেছনেও স্হিতিশীল চিন্তাধারাই রয়েছে কেবল দেখার দৃষ্টি ভঙ্গি বিজ্ঞান সম্মত হওয়া খুব প্রয়োজন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *