October 23, 2024

কালিয়াগঞ্জে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং প্ল্যানে ভেস্তে গেল বাইক মিছিল

1 min read

     
তন্ময়  চক্রবত্তী ঃ- রাজ্যে যেখানে যাই হোক না কেন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব, পুলিশের সাথে আমরা সব রকম সহযোগিতা করব আমরা গুটিগুটি পায়ে কয়েক কদম এগোবো আর আপনারা সেখানে বেরিকেড দিয়ে দিন আমরা ওখানেই থেমে যাব কারণ আমাদের আপনাদের লাগে, আর আপনাদের আমাদেরকে লাগে অকারণে আমরা কেউই গন্ডগোলে জড়াবো না


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 শুধু আমাদের একটু লোকদেখানো প্রচারের আলো আসতে দিন যে আমরা একটু বাইক মিছিল করলাম এটা আমার কথা নয় আজ  যখন কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়ার রানিং বুলেট ক্লাবের মাঠে বিজেপি কালিয়াগঞ্জ এর নেতৃত্বে পুলিশের সাথে কথা  বলছিল তখন এমন আওয়াজ শোনা গেল বিজেপি নেতৃত্বের মুখে আর তখনই দুই  মিনিটের মধ্যে বিজেপি আজকের এই আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান সফল হল


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এতে অবশ্য কিছু কিছু বিজেপি কর্মীদের মধ্যে গুশা দেখা দিলেও অনেকে আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন।যাক এই যাত্রায়  কোন গণ্ডগোল  হল না ।আবার অনেক বিজেপি কর্মীরা তো সেখানেই  বলেই ফেললেন এই ভাবে তাদের ডেকে এনে বাইক সাজিয়ে রেখে নাটক করার কোন মানেই হয়না বাড়িতে অনেক কাজ থাকে তাদের ।  এদিন  হাসপাতাল পাড়ার মাঠ থেকে যখন পুলিশের সাথে বিজেপি কর্মীদের কথামতো বিজেপি কর্মীরা গুটি গুটি পায়ে বাইক< /span> নিয়ে এগলেন  তখন দেখা গেল বেশির ভাগ বিজেপি কর্মীদের মাথায় কোন হেলমেট নেই অথচ সেই মিছিলে রয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব কোন কোন বাইকে তো দেখা গেল তিনজন বসে রয়েছে । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

একজনের মাথায় হেলমেট    নেই পথচলতি মানুষদের বলতে শোনা গেল এটাই কি সেই বিজেপি যারা গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করতে যাচ্ছে যারা আইন মানে না তারা আইন রক্ষা করবে কিভাবে সাধারন মানুষরা এদের কাছ থেকে আর কি আশা করতে  পারে তবে যাই হোক না কেন সারা রাজ্যে যখন আজকের এই বিজেপি বাইক মিছিল কেন্দ্র করে অশান্তির বাতাবরণ তৈরি হলো ঠিক তখন কালিয়াগঞ্জে বিজেপি গোপন আন্ডারস্ট্যান্ডিং শান্তির বার্তা নতুন করে প্রশ্ন তুলে দিল লোকসভা নির্বাচনের আগে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *