October 28, 2024

এক দশকে জাগরীকে কর্ম-বৃক্ষ উপহার দিলেন পরিবেশবন্ধু ড: তাপস পাল

1 min read

এক দশকে জাগরীকে কর্ম-বৃক্ষ উপহার দিলেন পরিবেশবন্ধু ড: তাপস পাল

রায়গঞ্জ দেবীনগর জাগরী থিয়েটার গ্রুপের দশ বছরের পথ চলা নিয়ে এক দশকে জাগরীর জন্মদিন পালন হলো পয়লা অক্টোবর | জাগরী সকল নাটক বা সংস্কৃতিপ্রেমী মানুষদের নিখাদ স্বপ্ন বুননের মাধ্যম |

 

এই গ্রুপে বিভিন্ন কর্মক্ষেত্রের গুণীজনের সমাহার জাগরী থিয়েটার গ্রুপের কর্মধারাকে অন্য মাত্রা দিয়েছে | থিয়েটার গ্রুপের কর্ণধার শ্রী শান্ত রাহা বলেন মঞ্চস্থ কেন্দ্রিক অনুষ্ঠান নয় বরং উন্মুক্ত অনুষ্ঠানে আত্মিক যোগাযোগ বেড়েছে সকলের যা অনেকটাই বাস্তব রূপ পেয়েছে ‘সবুজ গ্রাম প্রকল্পের ‘ থেকেই | এদিন অতিথি হিসেবে ছিলেন দুলাল কুন্ডু, ড: তাপস পাল, রতন বাবু আরও অনেকে |

কর্মফলে আজ জাগরী নাম করা একটি থিয়েটার গ্রুপ তাই জাগরীর জন্মদিনে তাপস বাবুর তরফ থেকে বিশেষ উপহার ‘কর্ম-বৃক্ষ’ | শান্তিনিকেতনের আদর্শে বড়ো হয়ে ওঠা তাপস বাবুর কথায় দীর্ঘ চোদ্দো বছর শান্তিনিকেতনে কাটিয়ে আসার পরে ওই সংস্কৃতি তিনি অভাব বোধ করতেন কিন্তু জাগরী আয়োজিত সাহিত্য সন্ধ্যা, সাংস্কৃতিক মেলবন্ধন, ‘সবুজ গ্রাম’ভাবনা, স্মৃতি-বৃক্ষ রোপন সকল ছোটো ছোটো অনুষ্ঠান গুলো বিভিন্ন রকম মানুষের মিলন ক্ষেত্র করে তুলেছে জাগরী যা সেই অভাব বোধ পূরণ করেছে | বিশ্বায়নের যুগে পৃথিবী হাতের মুঠোয় যেমন এসেছে মানুষ তেমনি আসছে ঘরের মুঠোয় আর ছোটো বাচ্চারা মোবাইল নামক যন্ত্র কেন্দ্রিক জীবনে অভ্যস্ত | প্রকৃত শিক্ষিত হতে গেলে এই ব্যস্ত জীবনেও পুরান চৰ্চা, সাহিত্য চর্চা প্রয়োজন সংস্কৃতি ধরে রাখতে ছোটদের মধ্যে এই সব নিয়ে ইন্টারেস্ট গ্রো করার খুব সহজ পথ ‘জাগরী |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *