October 28, 2024

প্যারাসুট থেকে নামিনি, লিফ্টেও উঠিনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি। আমার বিরুদ্ধে বাজে কথা বললে, ভাবছে আমি উত্তর দেব। আমি ওই লেভেল-এ নীচে নামি না।মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী

1 min read

প্যারাসুট থেকে নামিনি, লিফ্টেও উঠিনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি। আমার বিরুদ্ধে বাজে কথা বললে, ভাবছে আমি উত্তর দেব। আমি ওই লেভেল-এ নীচে নামি না।মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী

প্যারাসুট থেকে নামিনি, লিফ্টেও উঠিনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি। আমার বিরুদ্ধে বাজে কথা বললে, ভাবছে আমি উত্তর দেব। আমি ওই লেভেল-এ নীচে নামি না। নন্দীগ্রামের কলেজ মাঠে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন, কুকুর মানুষের পায়ে কামড়ালে মানুষ কখনও কুকুরের পায়ে কামড়ায় কি? ১০নভেম্বর নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি। ওইদিন নন্দীগ্রামে বড় সমাবেশ হবে বলেও ঘোষণা করেন শুভেন্দু।নন্দীগ্রাম সীতানন্দ কলেজে আজ বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানালেন. এদিনের সভায় কোন দলীয় পতাকা ছাড়াই শুভেন্দু অধিকারী বেশকিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।প্রসঙ্গত দুদিন আগে দিঘায় এসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শুভেন্দুর অরাজনৈতিক সভা সমাবেশ করা নিয়ে কটাক্ষ করে বলেন, নিজেকে শ্রেষ্ঠ ভাবার ঔদ্ধত্য না দেখানোই ভাল, দলে মমতা ব্যানার্জীই শেষ কথা।প্রসঙ্গত বর্তমান রাজ্য রাজনীতিতে তাকে নিয়ে সংবাদমাধ্যমে যে সমস্ত খবর পরিবেশিত হচ্ছে তাতে কান দিতে না বলেন. তিনি আরো বলেন যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন ততক্ষণ কোনো কিছুতে কান দেবেন না. তিনি আরো বলেন যে নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমি ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো. সেই সঙ্গে আগামী ১০ নভেম্বর নন্দিগ্রাম একটি সমাবেশের কথাও ঘোষণা করেন এই মঞ্চ থেকে.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *