October 28, 2024

বাঙালির ঘড়ে ঘড়ে লক্ষ্মীর আরাধনা কিন্তু সমাজের লক্ষ্মী আজকেও ধর্ষণের শিকার।

1 min read

বাঙালির ঘড়ে ঘড়ে লক্ষ্মীর আরাধনা কিন্তু সমাজের লক্ষ্মী আজকেও ধর্ষণের শিকার।

৩১ অক্টোবর, শনিবার। জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ, উঃ দিনাজপুর।শারদ উৎসবের মাঝে মা দূর্গা ৫ দিন বাপের বাড়ি কাটিয়ে পুনরায় কৈলাশে পাড়ি দিয়েছেন। আবার এক বছরের জন্য অপেক্ষায় আপামর বাঙালি।মা দূর্গার ফিরে যাওয়ার ঠিক এমন পরিস্থিতিতে এক বিষন্নতার সুরে বাঙালি মেতে উঠেছে ঘড়ে ঘড়ে মা লক্ষ্মীর আরাধনায়।

একদিকে করোনা সংক্রমন কে সাথী করে অন্যদিকে লাগামহীন আকাশছোঁয়া জিনিসপত্রের মূল্যের বিনিময়ে বাঙালি মেতে উঠেছে ঘড়ে ঘড়ে লক্ষ্মীর আরাধনায়। ধন সম্পত্তি উন্নয়নে এবং গৃহে সুখ শান্তি বিরাজে এসো মা লক্ষ্মী বসো ঘড়ে গানের সুরে কোজাগরী মা লক্ষ্মী স্থান পেয়েছে বাঙালির ঘড়ে ঘড়ে মায়েদের উলুধ্বনি ও শঙ্খধ্বনি তে এবং পুরোহিতের মন্ত্র উচ্চারণে। ঠিক এমন অবস্থায় ৩ বছরের লক্ষ্মী শ্লীলতাহানির শিকার হলো ৪২ বছরের এক অসুরের দ্বারা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ২ নং ধনকৈল গ্রাম পঞ্চায়েত অধীন লোহাতাড়ার বাগানবাড়ি এলাকার বাসিন্দা নিতাই রায়। তার ৩ বছর বয়সের লক্ষ্মী পম্পা রায়। নিতাই রায়ের প্রতিবেশী রাধাকান্ত রায়ের অসুর সন্তান ৪২ বছরের রামবাবু রায়ের শ্লীলতাহানির শিকার শুধু নয় ধর্ষণের শিকার হলো ৩ বছরের লক্ষ্মী পম্পা রায়। ঘটনা প্রবাহে ৩ বছরের লক্ষ্মীর আকুল ক্রন্দনে অভিযোগের ভিত্তিতে তার পরিবার কালিয়াগঞ্জ থানায় নির্দিষ্ট ডায়েরী করে। কালিয়াগঞ্জ থানা ঐ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ ভোররাতে লোহাতাড়া গ্রাম থেকে সমাজের অসুর ৪২ বছরের রামবাবু রায় কে বাড়ি থেকে গ্রেপ্তার করে আনে। ৩ বছরের লক্ষ্মী পম্পা কে মেডিক্যাল পরীক্ষায় অবতীর্ণ হতে হয় এবং ইতিমধ্যেই কালিয়াগঞ্জ থানার পুলিশ পসকো আইনে ৪২ বছরের অসুরের বিরুদ্ধে মামলা রুজু করেছে। আজকেই সমাজের এই কলঙ্কিত নায়ক রামবাবু কে কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন আদালতে প্রেরণ করেছেন। ঘটনার সুত্রপাতে জানা যায় ৩ বছরের লক্ষ্মীর বাড়িতে তার অভিভাবকরা কিছুক্ষনের জন্য অনুপস্থিত থাকলে সেই সুযোগে প্রতিবেশী ৪২ বছরের অসুর রামবাবু রায় সেই সুযোগ কাজে লাগিয়ে তার পৌরুষত্ব জাহির করতে চড়াও হয় লক্ষ্মীর উপর। এমন সমাজে যখন লক্ষ্মীর আরাধনায় সমগ্র বাঙালির গৃহকর্তা থেকে গৃহকর্ত্রীরা তখন এমন একটি নরপিশাচ ঘটনা সকলকে স্তম্ভিত করে দিয়েছে। অনেকসময় পুত্র সন্তানের আশায় মাতৃগর্ভে লক্ষ্মীর নিধন আবার বিভিন্ন বয়সের লক্ষ্মীদের শ্লীলতাহানি সহ ধর্ষণের শিকার হতে হচ্ছে এই সমাজেই যেখানে মাটির রুপে লক্ষ্মী মা হয়ে ঘড়ে ঘড়ে আরাধ্যা হচ্ছেন। নিন্দার ঝড় উঠে এবং উঠছে , আইন আইনের পথেই হাঁটছে তবে সমাজের বিভিন্ন বয়সের লক্ষ্মীরা কিন্তু আজোও নিরাপদ নয় তার কারণ সমাজে ইতিমধ্যেই এক শ্রেণীর অসুরের কীর্তি কলাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *