October 27, 2024

কালিয়াগঞ্জের ভেলাই থেকে উদ্ধার রেড স্যান্ড বোয়া সাপ

1 min read

কালিয়াগঞ্জের ভেলাই থেকে উদ্ধার রেড স্যান্ড বোয়া সাপ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩০,অক্টোবর:বৃহস্পতিবার রাত নটার সময় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভেলাই গ্রাম থেকে অখিল টুডুর বাড়ি থেকে একটি রেড স্যান্ড বোয়া সাপ উদ্ধার হয়।

ভেলাই গ্রাম থেকে অখিল টুডু অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে কালিয়াগঞ্জ থানার আই সি সুমন লামাকে একটা ব্যবস্থ্যা করবার জন্য অনুরোধ করেন।সুমন লামা খবর পেয়েই রায়গঞ্জ পিপলস ফর এনিম্যালসের কালিয়াগঞ্জ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অগ্নি মোদককে খবর দিলে অগ্নি মোদক,প্রিন্স জাহানুর এবং সুমন মানি তিন সর্প বন্ধু ভেলাইয়ের অখিল টুডুর বাড়ির ভেতর একটি ঘর থেকে এই রেড স্যান্ড বোয়া সাপটি উদ্ধার করে আনে।

এর পর সাপটিকে রায়গঞ্জের বন দপ্তরের হাতে তুলে দিলে বন দপ্তর সাপটিকে রায়গঞ্জের কুলিক জঙ্গলে ছেড়ে দেয় বলে জানা যায়।জানা যায় এই ধরনের সাপটি সাধারণত মরুভূমির দিকে পাওয়া যায়।তাছাড়া এই ধরনের সাপ জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রচুর দামে বিক্রি হয় বলে পিপলস ফর আনিম্যালসের সম্পাদক গৌতম তাঁতিয়া জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *