October 28, 2024

বিজয়া সম্মেলনীতে ‘ভ্রাম্যমান আন্তর্জাতিক রায়গঞ্জ ক্লাব’ কুলীক নদীর পারে গঠন হলো :

1 min read

বিজয়া সম্মেলনীতে ‘ভ্রাম্যমান আন্তর্জাতিক রায়গঞ্জ ক্লাব’ কুলীক নদীর পারে গঠন হলো

তনময় চক্রবর্তী সাস্টেইনেবল থিঙ্কিং ছড়িয়ে দিতে কুলীক ফরেস্টে ২০২০বিজয়া সম্মেলনীতে সমাজবন্ধু ড: তাপস পাল ও ষোলো জন বাল্যবন্ধু মিলে তৈরী করলেন ‘ভ্রাম্যমান আন্তর্জাতিক রায়গঞ্জ ক্লাব’বাঙালীর বিজয়া সম্মেলনী মানেই একত্রিত হওয়ার এক উৎসব সেই উৎসবেই নতুন শপথ নিলেন ড: তাপস পাল |

সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের বাল্য বন্ধুরা মিলে তৈরী হলো ‘ভ্রাম্যমান আন্তর্জাতিক রায়গঞ্জ ক্লাব’ | রায়গঞ্জ কুলীক ফরেস্টে বিজয়া সম্মেলনীতে তাপসবাবু ও তার ষোলো জন বন্ধু মিলে পরিবেশ ও সমাজ কল্যাণের উদ্দেশ্যে তৈরী হয় এই নতুন দল | ড:তাপস পাল, শুভজিৎ রায়, হীরক, বিশ্বনাথ থাপা, ব্যোমকেশ বর্মন, দেবব্রত, নীলমনি সাহা রায়, অরিন্দম দত্ত, রণদেব, রাজদীপ ঝা, প্রহ্লাদ মন্ডল সকলে শপথ নিলেন সিক্রেট হ্যান্ড হিসেবে পরিবেশ ও সমাজ সেবার |

তাপস বাবু এধরণের নামকরণের কারণ হিসেবে বলেন স্কুল লাইফের ‘আমরা ক’জন’ নামে যে দল ছিল সেই দলের সকলেই কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, ১০টা – ৫টা কর্মজীবনের সময় টুকু বাদ রেখে বাকি সময়ে যে যেখানে রয়েছে সেখানে প্রয়োজনে কাজ করবে এই দল | সাস্টেইনেবল থিঙ্কিং সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই তাই দীর্ঘ কুড়ি -পঁচিশ বছর পরে পাওয়া বন্ধুদের নিয়ে বিজয়া সম্মেলনীতে আবার এই নতুন দল তৈরির ভাবনা | কোনো নামাঙ্কিত প্রচার কার্য নয়, ব্যানার পোস্টার ছাড়া, কোনো রেজিস্টার্ড নয়, তথাকথিত এন. জি. ও নয় প্রকৃত সমাজবন্ধু ও পরিবেশবন্ধু হয়ে দাঁড়াবে এই দল সবার পাশে |বিশ্ব ইতিহাসে সম্ভবত এটি প্রথম নতুন ধারার যুব সংগঠন যা ভ্রাম্যমান | সদস্যরা বলেন এই ক্লাব ভ্রাম্যমান কারণ আমরা সকল সদস্যরাই কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন জায়গায় কর্মরত রায়গঞ্জ-এর ঐতিহ্য কুলীক নদীর পাশে নেওয়া এই শপথ বাস্তবরূপ পাবে | স্কুল লাইফের আমাদের ক’জন দলের প্রত্যেকটা লাঠি একবাঁধনে এলে পরিবেশ বা সমাজের জন্য আরও কাজ করতে পারবো গোষ্ঠীবদ্ধ ভাবে |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *