October 27, 2024

রায়গঞ্জ কুলিক বনভূমির তীরে শিল্পীরা তাদের দক্ষ হাতের টুলির টানে ছবি এঁকে দুর্গা মাকে বরণ করতে দেখা গেল

1 min read

রায়গঞ্জ কুলিক বনভূমির তীরে শিল্পীরা তাদের দক্ষ হাতের টুলির টানে ছবি এঁকে দুর্গা মাকে বরণ করতে দেখা গেল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৯,অক্টোবর’: উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কুলিক বনভূমিতে দক্ষ শিল্পীরা তাদের তুলির টানে ছবি এঁকে মা দূর্গাকে বরণ করে নিল।দুর্গা বরণ অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র শিল্পী শিবশংকর উপাধ্যায়ের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হন উত্তর বঙ্গের বিশিষ্ট চিত্র শিল্পীরা ছাড়াও

প্রবীণ সাংবাদিক সুনীল চন্দ, কবি অশোক রায়,ইটাহার মেঘনাদ কলেজের অধ্যাপক সুকুমার বারুই,কবি সুদর্শন ব্রহ্মচারী এবং সঙ্গীত শিল্পী শুভঙ্কর নাগ।অনুষ্ঠানে বিশিষ্ট চিত্রশিল্পী সুদর্শন ব্রহ্মচারীর দক্ষ তুলির আঁচড়ে চিত্রিত করা হয় শক্তিস্বরূপীনি মা দশভুজা।উপস্থিত শিল্পীরাও তাদের রঙ ও তুলির টানে ফুটিয়ে তোলা হয় মা দুর্গার নানান রূপ।

বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী চিত্র শিল্পীদের মধ্যে ছিল মালদার কৌশিক পোদ্দার, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের অশোক ভাদুরী,শান্তিনিকেতনের সৌগতা ব্যানার্জী,সোমনাথ দাস,অলক রায়,বিজয় মন্ডল, সিদ্ধার্থ দে,শুভঙ্কর কুন্ডু এবং সংগীতা চন্দ।সি সনুষ্ঠানে উত্তর দিনাজুর জেলার শোলা শিল্পী মোহিনী মালাকার শোলার অপরূপ মা দুর্গা বানিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।বেশ কয়েকজন মহিলা শোলা শিল্পীরাও এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে বলে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *