October 27, 2024

পুলিশ ফাঁড়ির নব নির্মিত ভবন ও প্রতিরাজপুর হাটের মৎস্য বাজারের সেট উৎবোধন করলেন  ইটাহারের বিধায়ক অমল আচার্য্য

1 min read

পুলিশ ফাঁড়ির নব নির্মিত ভবন ও প্রতিরাজপুর হাটের মৎস্য বাজারের সেট উৎবোধন করলেন  ইটাহারের বিধায়ক অমল আচার্য্য

১৭ অক্টোবর শশাঙ্ক সরকার ইটাহার: বিধায়ক অমল আচার্য্যের বিধায়ক তহবিলে প্রতিরাজপু্র পুলিশ ফাঁড়ির নব নির্মিত ভবন ও প্রতিরাজপুর হাটের মৎস্য বাজারের সেট উৎবোধন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য্য সহ জেলা পুলিশ সুপার সুমির কুমার।

এদিন প্রতিরাজপুর হাটখোলা মাঠে বিধায়ক অমল আচার্য্যের বিধায়ক তহবিলের প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ির ভবন ও মৎস্য বাজারের সেট শনিবার আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে সুচনা করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,জেলা পুলিশের একাধিক বিএসসি, সহ এলাকার প্রধান বানী সরকার,

বিশিষ্ট সমাজসেবক অমিত গাঙ্গুলী, নিবারণ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিধায়ক অমল আচার্য্য বলেন এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি ছিল মৎস্য বাজারের সেট সহ এলাকার পুলিশ ফাঁড়ির স্হানী ভবন, ফলে বিধায়ক তহবিলে পুলিশ ফাঁড়ির ভবন ও মৎস্য বাজারের উন্নত মানের চারা আজকে উৎবোধন করা হলো।

অন্যদিকে জেলা পুলিশ সুপার বলেন এতদিন পুলিশ ফাঁড়িটি অস্তাহি ভবনে থেকে সাধারণ মানুষ কে পরিষেবা দিত, বত’মান সরকারী ভুমিতে বিধায়ক অমল আচার্য্যের বিধায়ক তহবিলে অমল আচার্য্যের সহযোগিতায় নব নির্মিত ভবন তৈরি করা হয়েছে, পাশাপাশি এলাকার ঐতিহ্য হাটের মৎস্য বাজারের উন্নত মানের চালাও বিধায়ক তহবিলে তৈরী করে আজকে আনুষ্ঠানিক ভাবে উৎবোধন করা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *