October 23, 2024

উত্তর দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পুলিস ও জেলা প্রশাসন নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে

1 min read

উত্তর দিনাজপুর জেলায় লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পুলিস জেলা প্রশাসন নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন থানা এলাকায় নাকা চেকিং বাড়ানো, অপরাধীদের তালিকা তৈরি করা, তাদের গ্রেপ্তার করা, স্পর্শকাতর বুথের প্রাথমিক তালিকা তৈরি করার কাজ চলছে এদিকে শুক্রবারই জেলার চোপড়ায় এক কোম্পানি বিএসএফ এসে পৌঁছয় 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৩৭৬টি বুথকে স্পর্শকাতর, ৫৬১টি বুথকে ক্রিটিক্যাল বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া সহ আরও কয়েকটি জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটছে। এর মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে। তারজন্য সবরকমের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
এবার জেলায় বাইরে থেকে বাহিনী আসাও শুরু হয়েছে। অবাধ শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচনকে সম্পন্ন করাই এখন প্রশাসনের কাছে প্রধান লক্ষ্য। জেলার পুলিস সুপার সুমিত কুমার বলেন, এদিন এক
োম্পানি
বিএসএফ এসেছে। ওই কোম্পানিকে চোপড়ায় পাঠানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস জানিয়েছেন, জেলায় মোট ২০৭৩টি বুথ রয়েছে। 

এর মধ্যে এখনও পর্যন্ত জেলায় ৩৭৬টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে ৫৬১টি বুথকে ক্রিটিক্যাল চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট ৯৯ জন এমন লোক রয়েছে যারা সমস্যা সৃষ্টি করতে পারে। এদেরও চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ৬১ জনের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনজন পুলিস হেফাজতে রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জেলায় মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ৩২০টি, ক্রিটিক্যাল বুথের সংখ্যা ছিল ৬৫২টি। যেসমস্ত বুথে কোনও একটি রাজনৈতিক দলের একজন প্রার্থীর বিপুল পরিমাণে ভোট পাওয়া, নির্বাচন চলাকালীন বা নির্বাচন পরবর্তী সময়ে বুথে গণ্ডগোলের কোনও ঘটনা ঘটা, রাজনৈতিক সংঘর্ষ সহ আরও একাধিক বিষয়ে নজর রেখে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি ক্রিটিক্যাল বুথের ক্ষেত্রে ওই এলাকায় পৌঁছনোর জন্য সঠিক রাস্তা, নদী পার হয়ে যেতে হয় কি না, মোবাইল পরিষেবা সঠিক আছে কি না সহ এলাকার অন্যান্য বিষয়ও দেখা হচ্ছে 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});






(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *