October 23, 2024

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির বিরুদ্ধে,রেলের টিকিটের পেছনে প্রধান মন্ত্রীর ছবি সহ মেরা স্বপ্না ,ঘর আপনার বিজ্ঞাপন

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হবার দিন থেকেই উত্তর দিনাজপুর জেলার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে সরগরম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে জনৈক রেল যাত্রীর অভিযোগ,রেলের টিকিটের পেছন দিকে নির্বাচন ঘোষণা হবার পরে কি ভাবে কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের রেলের টিকিটের পেছনে কেন্দ্রীয় সরকারের গ্রামীন বিকাশ মন্ত্রণালয় ভারত সরকারের আবাস যোজনার মেরা স্বপ্না ,ঘর আপনা শির্ষক বিজ্ঞাপন দিয়ে রাখা হয়েছে।অবিলম্বে এই সমস্ত রেলের টিকিট বাতিল করা না হলে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হবে।উত্তর দিনাজপুর কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর কংগ্রেস কমিটির সভাপতি সুজিত দত্ত সোমবার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের  বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ  জানিয়ে বলেন তারা উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী  আধিকারিকের কাছে বিজেপির নির্বাচনী বিধি ভঙ্গের প্রমান সহ অভিযোগ  পত্র জমা দেবেন বলে জানান।
রেলের টিকিটের পেছনে গ্রামীন বিকাশ মন্ত্রণালয় ভারত সরকার এই ভাবে প্রধান মন্ত্রীর ছবি সহ মেরা স্বপ্না,ঘর আপনা শীর্ষক বিজ্ঞাপন বিজেপি  কোন ভাবেই দিতে পারেনা বলে সিপিআই এমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল এক প্রশ্নের উত্তরে  জানান।অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে তিনি দাবি জানান।কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক পাল বলেন নির্বাচন বিধি চালু হবার পরেও মোদি সরকার চুপিসারে এই ধরনের অন্যায়ভাবে নিজের উন্নয়নের ঢাক পিটিয়ে যাচ্ছে যে চরম অন্যায়।আমরা তৃণমূলের অখ থেকে লিখিত অভিযোগ জেলা নির্বাচন অধিকারীকের কাছে জমা দিচ্ছি। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব অসীম ঘোষ বলেন মোদি সরকারের  কথার সাথে কাজের কোন মিল নেই।নির্বাচনী বিধি লাগু হবার পর কোন আইনে রেলের টিকিটের পেছনে এই ভাবে নির্লজ্জ্ব ভাবে নির্বাচনী বিধি ভঙ্গ করে কেন্দ্রীয় বাহীনি দিয়ে ভোট নিতে চায়।তৃণমূলের পক্ষ থেকে আমরা অবিলম্বে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাবো। আর এস পি নেতা দেবু কর বলেন যে সরকার নির্বাচন করছে সেই সরকার নিজেই নির্বাচনী বিধি লঙ্ঘন করছে।অবিলম্বে এর বিরুদ্ধে আমরা আর এস পি  দলের পক্ষ থেকে জেলা নির্বাচন অধিকারীকের কাছে অভিযোগ জানাবো।এই ঘটনায় কালিয়াগঞ্জ সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলার সর্বত্র বিজেপি দলের ধরনের বিজ্ঞাপন দেওয়া নিয়ে জোর আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *