October 23, 2024

নির্বাচনী ম্যাসকট সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করলেন জেলাশাসক

1 min read
 তুহিন শুভ্র মন্ডল :- দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মহিষবাথান মুখোশ গ্রাম হিসাবে পরিচিত ।ইউনেস্কোর পৃষ্ঠপোষকতা কিন্ত দেশের বাইরেও অন্যান্য দেশে এই মুখোশের কদর সুবিদিত।তাকেই এবার বেছে নেওয়া হলো দক্ষিণ দিনাজপুর জেলার নির্বাচনী ম্যাসকট হিসাবে।আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ড. দীপাপ প্রিয়া পালরাজ নাগরিক মুখা নামে এই নির্বাচনী ম্যাসকট প্রকাশ করেন।এর আগে ন্যাশনাল ভোটার্স ডে তে এই নাগরিক মুখা প্রথম সর্বসমক্ষে এসেছিল।

 আজ জেলাশাসক ড. দীপাপ প্রিয়া পালরাজ ছাড়াও ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক  ( সাধারণ)  কৃত্তিবাস নায়েক, অতিরিক্ত জেলাশাসক  ( উন্নয়ন)  রঞ্জন কুমার ঝাঁ, অতিরিক্ত জেলাশাসক  ( ভূমি ও ভূমি সংস্কার)  প্রনব কুমার ঘোষ, ওসি এসভিপ মহাদ্যুতি অধিকারী, ওসি মিডিয়া সেল শান্তনু চক্রবর্তী সহ অন্য আধিকারিকরা।
 ওসি মিডিয়া সেল তথা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী জানান আজ জেলাশাসক জেলার নির্বাচনী ম্যাসকট প্রকাশ করলেন। এরপর এই ম্যাসকটের মাধ্যমে জেলা জুড়ে ভোটার দের সচেতন করতে প্রচা
রাভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *