October 27, 2024

শারদীয়া পূজাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ ব্লকে পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক

1 min read

শারদীয়া পূজাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ ব্লকে পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১২, অক্টোবর:সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির হল ঘরে আসন্ন শারদীয়া দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্লকের সমস্ত পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে এস আই পিনাকী সরকার দুর্গাপূজা সম্পর্কীয় রাজ্য সরকারের পাঠানো নির্দেশিকা পাঠ করে শোনান।এবারের আসন্ন দুর্গাপূজা করোনা অবহের মধ্যেই সরকারি বিধি নিষেধ মেনে করতে হবে তা বুঝিয়ে বলেন।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ বলেন আমরা মায়ের পূজা প্ৰতি বছরই আনন্দ উচ্ছাসের মধ্যে দিয়েই করে এসেছি এতদিন পর্যন্ত।

একবার না হয় আমরা আমাদের নিজেদের মঙ্গলের জন্যই পূজার আনন্দ একটু কম করেই করবো আমাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থেই।তিনি বলেন রাজ্য সরকার উত্তর দিনাজপুর জেলার মধ্যে কালিয়াগঞ্জ ব্লকের পূজা কমিটি গুলিকে সব থেকে বেশি টাকা দিয়েছে।যার পরিমান ৫৬লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন করোনার প্রকোপ বাড়ছে বই কমছে না।তাই সরকারি নির্দেশ মেনে যেটুকু না করলে নয় আমরা আমাদের ভালোর জন্যই তা করতে হবে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক দুর্গা পূজা কমিটিকে পঞ্চাশ হাজার করে টাকা দিয়েছে যাতে অন্য কোথাও করোনা আবহের মধ্যে যাতে চাঁদা তুলতে না হয়।কারন ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ ছিল।তাই সবার কাছে আবেদন পূজা আমরা এমনভাবে করবো যাতে পরবর্তীতে সবাই যেন সুস্থ্য থাকতে পারি।বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ডোমিত লেপচা ও কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আই সি সুমন লামা।উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য সহ কালিয়াগঞ্জ শহরের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *