October 23, 2024

নদী থেকে বালি তোলার জন্য সরকারী নিয়মমেনে রয়ালটি দেওয়া সত্বেও পুলিশ বালি পাথরের গাড়ি ধরে মোটা অঙ্কের টাকা নিচ্ছে

1 min read
ইসলামপুর ১৮ মার্চ : নদী থেকে বালি তোলার জন্য সরকারী নিয়মমেনে রয়ালটি দেওয়া সত্বেও পুলিশ বালি পাথরের গাড়ি ধরে মোটা অঙ্কের টাকা নিচ্ছে।পুলিশের এই হয়রা নির প্রতিবাদে সোমবার চোপড়া পেট্রোল পাম্পের সামনে বালি পাথরের গাড়ি আটকে গাছের গুড়ি এবং পাথর ফেলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে লড়ি চালকরা বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলনকারিদের ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ বেশ কিছুক্ষন চলাতে আটকে পড়ে নিত্য যাত্রী থেকে দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
 কিন্তু সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লড়ি চালকরা আন্দোলন থেকে সরে আসছেন না বলে হুমকি আন্দোলনকারীদের।এদিকে প্রায় দুই শতাধিক লড়ি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে পড়েছে। সমস্যা মেটাতে পুলিশ আন্দোলনকারিদের সংগে আলোচনায় বসেছেন। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মহানন্দা নদীর বালি তোলে লড়ি চালকরা। চালকদের দাবি সরকারকে বালির জন্য নিয়মমাফিক রয়ালটি দেওয়া হয়। চোপড়া থেকে রায়গঞ্জ পর্যন্ত সব কয়টি থানার পুলিশকে অন্যায়ভাবে টাকা দিতে হয়। টাকা না পেলে পুলিশ তাদের লড়ি ধরে কেশ দেয়। পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে লড়ি চালকরা বিক্ষোভ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *