October 23, 2024

রেডক্রসের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের রেডক্রস চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস।

1 min read
মালদা, ১৮ মার্চ :  জেলায় জেলায় রেডক্রস সোসাইটির স্বচ্ছাসেবক সংখ্যা বাড়ানোর উদ্যোগ।  প্রতিটি জেলায় যাতে ১০০০ করে রেডক্রসের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক তৈরি করা যায় তারই উদ্যোগ নেওয়া হয় এই বৈঠকে। সোমবার মালদায় এসে এ কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রেডক্রসের সোসাইটির চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস। এদিন মালদা,  মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, এই চার জেলার রেডক্রসের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন পশ্চিমবঙ্গের রেডক্রস সোসাইটির চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস।

 বৈঠকটি হয় মালদা শহরের অতুল মার্কেটের রেডক্রসের নিজস্ব ভবনে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রেডক্রস সোসাইটির সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন। জেলা রেডক্রস সোসাইটির সম্পাদক ডাঃ ডি সরকার। পশ্চিমবঙ্গ রেডক্রস সোসাইটির চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস বলেন, অতিসম্প্রতি জাতীয় স্তরে রেডক্রস নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেই কর্মশালাতে সিদ্ধান্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলা করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত রেডক্রস সোসাইটির স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে আড়াইহাজার স্বেচ্ছাসেবক রয়েছেন। এই সংখ্যাটা আরো বাড়াতে হবে। কয়েকটি জেলার খুব ভালো কাজ করছে। যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর , উত্তর দিনাজপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হয়েছে। রেডক্রসের অনেক ধরনের কর্মসূচি আছে। বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের নানা ভাবে সাহায্য করা। পিছিয়ে পড়া গ্রামকে উন্নতির নিরিখে তুলে ধরা। প্রাকৃতিক দুর্যোগে রেডক্রস স্বেচ্ছাসেবকদের ঝাঁপিয়ে পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *