October 27, 2024

এপপ্স সাইটে মানুষ বিক্রী নিষিদ্ধ হোক বললেন তাপস পাল অস্ট্রেলিয়ার ওয়েবিনারে|

1 min read

এপপ্স সাইটে মানুষ বিক্রী নিষিদ্ধ হোক বললেন তাপস পাল অস্ট্রেলিয়ার ওয়েবিনারে|

তনময় চক্রবর্তী অস্ট্রেলিয়াতে ‘হিউমান ট্রাফিককিং এবং মর্ডান স্লেভারী’ ওয়েবিনার ডাক পেলেন ড: তাপস পাল |গত 8ই অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবর্ন ক্যানবেরাতে মানব পাচার ও আধুনিক দাসত্ব নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত হয় | এই আন্তর্জাতিক আলোচনায় ডাক পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড: তাপস পাল |

এই আলোচনা চক্রে সানজা মিলিভোজেভিক, জাস্টিন নোলান, ডায়না সিম্পসন, ফিওনা এমসিগৌঘে তাদের মন্ত্যব রাখেন | তাপস বাবুর মূল্যবান কথায় সমাজের প্রতি স্তরে শব্দ সংশোধন যে কতটা প্রয়োজন তা বোঝান তিনি এই আলোচনা চক্রের সূত্রে বলেন চাকর বিহীন বাড়ি হোক | চাকর শব্দের ব্যবহার বন্ধ করতে হবে, পরিচারিকা হলো চাকরের শেষ অবতার | মানুষের সেবা যদি কেনা বেচাই হয় তাহলে তা সেবা বলবো কেন?

হিউমান ট্রাফিককিং হলো অমানবিক পদ্ধতিতে হিউমান রিসোর্স এর কেনা বেচা | গুগল, ফেসবুকে বেশ কিছু এপ্লিকেশন আছে যার মাধ্যমে মানুষ কেনা বেচা হয় | ফর সেল, হারাজ , ইনস্টাগ্রাম নামক এপ্পস দিয়ে এগুলো হয় প্রধানত কুয়েত এ স্লেভ ট্রেড এর মতো ব্যবসা চলছেই | ভারতে আদিবাসী কী দলিত কী জাতি কী ধর্ম নির্বিশেষে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়ে আগুনে পুড়ছে, দাসী হয়ে বিক্রী হচ্ছে | তবে বাঁচার রাস্তা কী ? তাপস বাবু জোর দেন এথিক মোরাল এডুকেশন, জেন্ডার স্টাডিস পড়ানোর নারী শিক্ষা চালু করতে হবে নার্সারি থেকে,ওমেন এডুকেশন বাড়িয়ে মাইগ্রেশন ইন ওমেন্স করাতে হবে, মিডল ইস্ট মাইগ্রেশন বন্ধ করতে হবে, ডোমেস্টিক লেবারদের ভিসা কড়াকড়ি করতে হবে | কিছু সংশোধন তো সমাজের প্রতি স্তরেই প্রয়োজন, গতানুগতিক নিয়ম ভেঙে মূল্যবোধ যুক্ত সমাজের প্রয়োজন |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *