October 27, 2024

বাড়িতে বন্যার জল ঢুকে বিপাকে পরেছে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় বহু বাড়ি

1 min read

বাড়িতে বন্যার জল ঢুকে বিপাকে পরেছে  ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় বহু বাড়ি

২ রা অক্টোবর শশাঙ্ক সরকার ইটাহার বাড়িতে বন্যার জল ঢুকে বিপাকে পরেছে বেশ ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় বহু বাড়ি ঘর জলের তলায় ।।

ইটাহার ব্লকের সরুন , গুলন্দর ,কাপিশিযা, মালনাই অঞ্জলের বিভিন্ন এলাকায় জল বাড়তে শুরু করে, মাঠ ঘাট সহ একাধিক রাস্তার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে এই পরিস্থিতি আরো অবনতি হয়। ফলে বাড়িতে জল ঢুকে ঘর ছাড়া বেশ কিছু পরিবার। বন্যার জলে যাতে জিনিসপত্র ডুবে না যায় তাই বাড়ির আসবাব পত্র থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে জাতীয় সরকে আশ্রয়

 নেয় জল বন্দি মানুষ, ।এখন তারা কি ভাবে দিন কাটাবেন তা নিয়ে চিন্তায় পরেছেন, যদিও ইটাহারের বিধায়ক অমল আচার্য্য বলেন প্রবল বৃষ্টির কারণে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় জল বেড়েছে ধানের জমি জলের তলায়,

একাধিক বাড়িতে জল ডুকেছে, মূলত ব্লকের সাতটি অঞ্জলে প্রায় ১৫/১৬ শো পরিবার খতি গ্রস্ত হয়েছে তবে এলাকার পঞ্চায়েত দপ্তর ও ব্লক প্রশাসনের তরফে পলিথিন সহ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, ও আমাদের নেতা কর্মীদের এলাকার উপর নজর রাখতে বলা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *