October 27, 2024

উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের রসাখোয়া  অঞ্চলে  হটাৎ  বাংলাদেশের জল

1 min read

উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের রসাখোয়া  অঞ্চলে  হটাৎ  বাংলাদেশের জল

প্রদীপ সিনহা উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের রসাখোয়া ২ অঞ্চলের ৯ টি গ্রাম হটাৎ বৃষ্টির জল ও বাংলাদেশের জল আসার কারণে রাস্তা ঘাট জলে ডুবে যায় রসাখোয়া ২ অঞ্চলের ৯ টি গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বাড়ির ভিতরে এক হাঁটু জল হওয়ার ফলে প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে তারা বিভিন্ন জায়গায় স্থান নিয়েছেন । এবং রাস্তার উপরে এক হাটু জল উঠে যায় ফলে রাস্তা ঘাট ভেঙে পড়ে ।

খুরকা, বাথান ডাংগি, মধুপুর, কাকোর মনি, বোরদহী, হাওয়া ডাংগি, দলুয়া খারি, ভোপলা, গয়েশপুর, এই নটি গ্রামে সাত আট দিন ধরে ভারী বৃষ্টি হওয়ার ফলে নটি গ্রাম ডুবে যায়। এবং যাদের বাড়ি ঘর জলে ডুবে গেছে তাদের অভিযোগ কি করে রান্না করবো রান্না ঘরে জল ঢুকে গেছে ভাত রান্না করার মত কিছুই নেই কি করে রান্না করবো সব জলে ডুবে গেছে খাবার না পেয়ে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করছে । এখন পর্যন্ত কেউ কোন ভাবে সাহায্য করেনি এবং কোন ত্রাণের ব্যবস্থা করে নি। তাই ভিডিও সাহেবের কাছে এবং সরকারের কাছে আবেদন যদি আমাদের কিছু দিয়ে সাহায্য করে তাহলে আমরা খুবই উপকৃত হব । স্থানীয় বাসিন্দা সারতি সিংহ বলেন 200 থেকে 300 পরিবার খেতে পারছেনা না খেয়ে দিন কাটাচ্ছে প্রত্যেককে রান্নাঘর জলে ডুবে গেছে এবং বাইরে থেকে যদি কেউ আত্মীয় খাবার দিয়ে যায় তাহলেই তারা খেতে পারছে না হলে কোনভাবেই খেতে পারছে না প্রধান মেম্বারকে বলা হয়েছে তারা দেখে গিয়েছে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা করেনি। আরো বলেন ভিডিও সাহেবের কাছে বা সরকারের কাছে আবেদন এদের যদি কোন ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হয় । স্থানীয় মেম্বার হিতেন সিংহ বলেন আমি নিজেই এলাকাগুলো দেখে আসলাম খুবই অবস্থা খারাপ প্রধান সাহেব এবং বিডিও সাহেব কে বলা হয়েছে এবং যাদের বাড়ি জলে ডুবে গেছে তাদেরকে বলে আসলাম ব্লক থেকে আমাদের ফ্লাড সেন্টার আছে সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং রাতের খাওয়া-দাওয়া ব্যবস্থা করা হয়েছে । আমার দিক থেকে যতটা পারি আমি চেষ্টা করছি এবং নৌকার জন্য ভিডিও সাহেব কে বলা হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *