October 27, 2024

বিজেপি,সিপিএম,কংগ্রেস জোট পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ইটাহারে

1 min read

বিজেপি,সিপিএম,কংগ্রেস জোট পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ইটাহারে

২৮ সেপ্টেম্বর শশাঙ্ক সরকার ইটাহার: গ্রামে যাওয়ার বেহাল দশা রাস্তার কারনে ৬ নং ইটাহার বিজেপি,সিপিএম,কংগ্রেস জোট পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা ইটাহারে।

এদিন ইটাহার পঞ্চায়েত অন্তগ’ত খামরুয়া নয়া পাড়ার বাসিন্দারা ইটাহার পঞ্চায়েত দপ্তরের মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দাদের অভিযোগ খামরুয়া থেকে নয়া পাড়া যাওয়ার রাস্তাটি বেহাল দশা হয়ে পরেছে গোটা রাস্তা জুড়ে হাঁট কাদা জলে ভরা অথ’চ এই রাস্তার উপর দিয়ে নয়া পাড়া সহ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের চলাচল রয়েছে,

রাস্তার বেহাল দশার ফলে অসুস্থ মানুষ কে মাচা করে নিয়ে যেতে হয়, এলাকার বাম পঞ্চায়েত সদস্য সহ প্রধান বিডিও অফিসে জানিয়ে কোন লাভ হচ্ছে না তাই পঞ্চায়েত দপ্তরে তালা মারা। এদিন দীর্ঘ কয়েক ঘণ্টা পঞ্চায়েত দপ্তরে তালা মারা থাকার কারণে ছুটে যায় জয়েন্ট বিডিও মানবেন্দ্র নাথ রায়, সহ বিশাল পুলিশ বাহিনী, অবশেষে জয়েন্ট বিডিও, বিজেপির প্রধান অশোক বম’ন পঞ্চায়েত দপ্তরে ভবনে গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আশ্বাস দিলে পঞ্চায়েত দপ্তরের তালা আন্দোলন কারিরা,খুলে দিলে স্বাভাবিক হয় পঞ্চায়েত দপ্তরের কাজ কম’। বিডিও আবুল আলা মামুদ আনসার বলেন নয়া পাড়া যাওয়ার রাস্তাটি বেহাল থাকার কারণে পঞ্চায়েত দপ্তরে তালা মারা হয়েছিল কিন্তু গ্রামের বাসিন্দাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা গেছে খুব শীঘ্রই বেহাল রাস্তার যাওয়ার প্রাথমিক ভাবে কাজ শুরু করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *