October 27, 2024

আসন্ন দুর্গাপুজাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর ও রায়গঞ্জ জেলা পুলিশের পরিচালনায় বৃহস্পতিবার বৈঠক

1 min read

আসন্ন দুর্গাপুজাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর ও রায়গঞ্জ জেলা পুলিশের পরিচালনায় বৃহস্পতিবার বৈঠক

আসন্ন দুর্গাপুজাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর ও রায়গঞ্জ জেলা পুলিশের পরিচালনায় বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ইসলামপুর সূর্য সেন মঞ্চে এবং রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে রায়গঞ্জ বিধানমঞ্চে জেলার পুজো কমিটির কর্মকর্তাদের সাথে পূজো প্রস্তুতি নিয়ে বৈঠক হয়।

 

প্রথমে প্রজেক্টরের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবছরের করোনা আবহে দুর্গাপূজার নির্দেশাবলী সম্প্রচারিত করা হয়। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং, ডি এস পি প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার উপস্থিতিতে এদিনের বৈঠকে প্রয়োজনীয় নির্দেশাবলী দুর্গাপুজা উদ্যোক্তাদের জানানো হয়। এছাড়াও প্রতিবছর যেসমস্ত দুর্গাপুজা উদ্যোক্তারা রাজ্য সরকারের তরফে আর্থিক সহযোগিতা পেয়ে আসতেন সেবিষয়ে উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এবছর রাজ্য সরকারের তরফে প্রত্যেক উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা দেবার বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে উৎফুল্ল হয়ে ওঠেন বৈঠকে আসা পুজো কমিটির কর্মকর্তারা। এবছর পূজা উদ্যোক্তাদের দমকল বিভাগের টাকায় ছাড় দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরে অর্ধেক টাকায় ছাড়পত্র মিলবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানা গিয়েছে। করোনা আবহে এবারে দূর্গাপুজায় রাজ্য সরকারের নির্দেশাবলী মেনে পুজো করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *