October 21, 2024

চতুর্মুখী লড়াইয়ের চার প্রার্থীদের কাছে দাবি উত্তর দিনাজপুর জেলার জন্য যে প্রার্থী চারটি কাজ করবে তার মাথায় মুকুট বসাবো

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–কেও বলতে পারবেন কি হলফ করে  আমি জয়ী হলে আপনাদের চার চারটি কাজ করে দেব?
এবার এই দাবিকে সামনে রেখেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের লোকসভা আসনের প্রার্থী রায়গঞ্জ লোকসভা আসনের নির্বাচক মন্ডলীরা চারজন প্রার্থীদের মধ্যে থেকে একজনকে বাছাই করে নেবেন বকে নির্বাচক মন্ডলীদের সাথে কথা বলে জানা যায়।
উত্তর দিনাজপুর জেলার এই মূল চারটি দাবি কি কি জানতে চাইলে বলেন প্রথমে যে কাজটা সবার আগে প্রয়োজন তা হল ডালখোলার বাইপাস রাস্তার কাজ দ্রুত শেষ করতে হবে দ্বিতীয়ত রাধিকাপুর থেকে সকালের কলকাতা গামী ট্রেন চালু করতে হবে,তৃতীয়ত কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর বন্ধ থাকে রেল প্ৰকল্পের কাজে দ্রুত জমি অধিগ্রহণ করে রেল প্ৰকল্পের কাজ শুরু করা এবং শেষ দাবি মত রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে স্থলপথে  বহিবাণিজ্যের কাজ তরান্বিত করা।
এই কাজ করবার ক্ষেত্রে যে প্রার্থীকে উপযুক্ত মনে করা হবে এবার উত্তর দিনাজপুর জেলার মানুষ তাকেই রায়গঞ্জের জন্য লোকসভার প্রতিনিধি করে নির্বাচন করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক কালিয়াগঞ্জ এবং 
রায়গঞ্জের বেশ কয়েজন বুদ্ধিজীবীরা জানান আমাদের উত্তর দিনাজপুর জেলা বছরের পর বছর সব সমস্যা নিয়ে হাবু ডুবু খাবো আর আমাদের প্রতিনিধিরা পাঁচ বছরেও জেলার কোন সমস্যার সমাধান করতে পারবেন না এটা আর চলবে না।সাধারণ মানুষ ইতিমধ্যেই তাদের মনমত প্রার্থী ঠিক জরেই ফেলেছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *