অর্পিতা ঘোষের সমর্থনে সৃজনকথার শিল্পীদের প্রচার বালুরঘাটে
1 min read
তপন চক্রবর্তী আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ চষে ফেলছেন সমগ্র লোকসভা কেন্দ্র।কখনও ইটাহার তো কখনো কুশমন্ডি।কখনও গঙ্গারামপুর তো কখনো কুমারগঞ্জ ।সেই সকালে বেরিয়ে দুপুরে একটু নাকে মুখে দিয়েই আবার প্রচার।কিন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্র জুড়ে প্রায় পনেরশো বুথ।
কিছুদিন আগেই অর্পিতা ঘোষের সমর্থনে প্রচারে এসে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন একজন প্রার্থীর পক্ষে সব বুথে যাওয়া সম্ভব না।তাই কর্মীদের উপর ভরসা করতেই হবে।তবে এই কথার পরিপ্রেক্ষিতে নয়।
তার অনেক আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাদের প্রিয় দিদির সমর্থনে গ্রাম ও শহরের দরজায় দরজায় গিয়ে মানুষকে বোঝাচ্ছেন সৃজনকথার শিল্পীরা।বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তো বটেই এমনকি খরাইল সহ অন্য গ্রামেও গিয়ে প্রচার করছেন তারা।মানুষের কাছে গিয়ে জানতে চাইছেন আর কি কি পরিষেবা তাদের প্রয়োজন, কি অসুবিধা ইত্যাদি। সৃজন কথার কো’ অর্রীডিনেটর রীণা সিংহ রায় জানান আমরা মূলত সন্ধ্যে বেলা বাড়ি বাড়ি ঘুরছিআমরা দায়িত্ব ভাগ করে নিয়েছি।সৃজনকথার সদস্যা নুপূর হোড় জানালেন আমরা গ্রামের দিকেও যাচ্ছি। এদিকে বুনিয়াদপুরেও সৃজনকথার শিল্পীরা অর্পিতা ঘোষের সমর্থনে প্রচার করছেন, মানুষকে বোঝাচ্ছেন ।তাই প্রতিদিন বিকেল অথবা সন্ধ্যা হলেই দায়িত্ব ভাগ করে নিয়ে বেরিয়ে পড়ছেন বিমান, শ্রীলা, অনুস্মিতা,কৃষ্ণেন্দু,অন্তিম, মাধব, সোমেন, সুদীপ, দেবস্মিতারা সহ অনেকেই।লক্ষ্য একটাই আরেকবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের অর্পিতা ঘোষের জয় সুনিশ্চিত করা।