October 27, 2024

বিশ্ব ওজন দিবসে অভিনব জন্মদিনের আয়োজনে পরিবেশবিদ ড: তাপস পাল

1 min read

বিশ্ব ওজন দিবসে অভিনব জন্মদিনের আয়োজনে পরিবেশবিদ ড: তাপস পাল

গ্লোবালাইজেশনের যুগে গ্লোবাল ওয়ার্মিং একটি চিরাচরিত শব্দই মাত্র আধুনিকতার জীবন যাত্রায় প্রতিনিয়ত ক্লোরোফ্লুরো কার্বনের ব্যবহার পৃথিবীকে অতিবেগুনি রশ্মি থেকে বাঁচিয়ে রাখা ওজন স্তরকে ক্রমাগত ক্ষতি করেই চলেছে যার ফলাফল ‘ওজন হোল’ | ১৯৮৫ সালে ভিয়েনা সম্মেলনেই প্রথম ওজন স্তর সচেতনতা নিয়ে বার্তা ওঠে |

পরবর্তীতে ১৯৮৭ সালের ১৬ ই সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্য গুলাের ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের উপর মন্ট্রিল প্রটোকল গৃহীত করা হয় । এরপর থেকে প্রতি বছর ১৬ ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস এত পালিত হয়ে আসছে | আর এই বিশেষ দিন জন্মদিন ছিল তাপস বাবুর বাল্যবন্ধু শুভজিৎ রায়ের | স্থিতিশীল চিন্তাধারায় বিশ্বাসী তাপস বাবুর সব চিন্তাতেই প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা রয়েই যায় |বিশ্বে প্রথম এমন অভিনব জন্মদিন পালনের সাক্ষী হল সকলে | তাপস বাবুর জানান, এই দিনটি বেশির ভাগ মানুষের কাছেই অজানা কিন্তু এই ওজন দিবস যে মানব সভ্যতার কাছে খুব গুরুত্বপূর্ণ | ওজন দিবস পালনের মাধ্যমে একদিনের জন্য বিশ্বব্যাপী ক্লোরোফ্লুরো কার্বনের মতো ওজন স্তর ধ্বংসকারী গ্যাস গুলো থেকে বিরত থাকার মাধ্যমে পরিবেশকে কিছুটা সুস্থতা দিতে পারি সকলে | অতিবেগুনি রশ্মির ফলে ক্যান্সার যেমন বেড়েই চলেছে তেমন টিউলিপ, পাইন গাছ ধ্বংস হয়ে যাচ্ছে | রাষ্ট্রপুঞ্জের উদ্দেশ্য মতো ২০৫০ সালের মধ্যে আন্টার্কটিকা ও ২০৬৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার ওপর ওজন হোল মেরামত করতেই হবে | ওজোন স্তর রক্ষা করার জন্য মানুষের মধ্যে সচেতনতা প্রদর্শন করা আমার চিন্তা | বিনােদন এবং উদযাপন দুটোই পরিবেশ সুরক্ষার অংশ হতে পারে তাই ওজন দিবসের এই দিনটিতে সচেতনতা বার্তার সাথে শুভজিতের জন্মদিনে ‘ওজন-বৃক্ষ’ উপহার দেই | কোপার্নিকাস এটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস দাবি করে মহামারীকালীন লকডাউনের সময়ে ওজন হোল রিপিয়ার হয়েছে অনেকটাই | তাই ক্লাইমেট এক্টিভিস্ট খুব প্রয়োজন আর দরকার ‘লকডাউন ফর ক্লাইমেট’ |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *