October 26, 2024

যার বয়স ৭৮ তাকে কি আমরা কখনও ৩৫ বলবো। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর প্রসঙ্গে বললেন এক সাক্ষাৎকারে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী

1 min read

যার বয়স ৭৮ তাকে কি আমরা কখনও ৩৫ বলবো। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর প্রসঙ্গে বললেন এক সাক্ষাৎকারে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী

তনময় চক্রবর্তী যার বয়স ৭৮ তাকে কি আমরা কখনও ৩৫ বলবো। তাই ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর এখন অনেক বয়স হয়েছে। তাই তাকে আমরা কোন ডিস্টার্ব করিনা। উনি এখন একজন বয়স্ক মানুষ। উনার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে । জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ওই বিধানসভা কেন্দ্রের জেলা সভাপতি আছেন। তিনিও দেখছেন আমিও দেখছি ওই বিধানসভা এলাকা। এটাতে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। আব্দুল করিম চৌধুরী আমাদের সঙ্গেই আছে।

আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এর চৈনগরে তৃণমূলের একটি অনুষ্ঠানে এসে এই প্রতিবেদক এর এক প্রশ্নের উত্তরে একথা বলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুর এর বিধায়ক গোলাম রব্বানী। তিনি বলেন আব্দুল করিম চৌধুরীর এখন যে বয়স হয়েছে সেটা সবাই বলবে। আমরা তো বলতে পারি না যার বয়স ৭৮ তাকে ৩৫ বছর বলবো। উনি এখনো ইসলামপুরের বিধায়ক আছেন।উনি বয়স্ক মানুষ আছেন, উনাকে আমরা শ্রদ্ধা করি।তিনি বলেন মন্ত্রী এবং জেলা তৃণমূল সভাপতি কে একসাথে এখানে দেখা যাচ্ছে কিন্তু আর বিধানসভার বিধায়ক কে কি এখানে দেখা যাচ্ছে ?আমরা দুজনে একসাথে আছে কিনা এটা দেখার দরকার সবার আগে।   উনার বিধানসভা এলাকায় যখন কোন অনুষ্ঠান হবে তখন আমাদের দুজনকেই দেখতে পাবেন। আজ এই ভাবে একটু অন্যরকমভাবে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী সোজাসাপ্টা জবাব দিলেন এই প্রতিবেদককে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *