October 27, 2024

কালিয়াগঞ্জ এর বিনোদন পার্ক এর পাশেই রবীন্দ্রভবন হচ্ছে। আজ তিস্তার জায়গা ভূমি সংস্কার দপ্তর থেকে হস্তান্তরিত করে  দেওয়া হলো  কালিয়াগঞ্জ পৌরসভা কে

1 min read

কালিয়াগঞ্জ এর বিনোদন পার্ক এর পাশেই রবীন্দ্রভবন হচ্ছে। আজ তিস্তার জায়গা ভূমি সংস্কার দপ্তর থেকে হস্তান্তরিত করে  দেওয়া হলো  কালিয়াগঞ্জ পৌরসভা কে

তনময় চক্রবর্তী কালিয়াগঞ্জ এর বিনোদন পার্ক এর পাশেই রবীন্দ্রভবন হচ্ছে। আজ তিস্তার জায়গা ভূমি সংস্কার দপ্তর থেকে হস্তান্তরিত করা হল কালিয়াগঞ্জ পৌরসভা কে। যার ফলে আর রবীন্দ্র ভবন করতে অসুবিধা হবেনা কালিয়াগঞ্জ পৌরসভার । কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বলেন,আজ তিস্তার পরে থাকা  জায়গা পৌরসভাকে দেওয়া হল।  এতে আমি ভীষণ খুশি। কালিয়াগঞ্জ এর উন্নয়নে আরেকটি নতুন মাত্রা যোগ হলো। তিনি বলেন আজ ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিক কালিয়াগঞ্জ এর বিদ্যুৎ কুমার মাঝি সেই হস্তান্তরিত হওয়ার জায়গার কপি তার হাতে তুলে দেন তিস্তা কলোনিতে দাঁড়িয়েই।

প্রশাসক বলেন কালিয়াগঞ্জ পৌরসভা যখন তৃণমূল কংগ্রেসের দখলে যায় প্রসাশক বলেন প্রথম ধাপে রাজীব বন্দ্যোপাধ্যায় এর কাছে তিস্তার জায়গায় বিনোদন পার্ক তৈরি করার প্রস্তাব দেয়া হলে সেই জায়গা পৌরসভাকে দেয়া হয় এবং পৌরসভার তরফ থেকে সেখানে বিনোদন পার্ক এর কাজ শুরু হয়। এরপর বিভাগীয় মন্ত্রী সেচ দপ্তরের যখন শুভেন্দু অধিকারী হন তখন

  পৌরসভার পক্ষ থেকে তাকে  অনুরোধ জানানো তিস্তার কিছু জমি যদি পৌরসভাকে দেয়া হয় তাহলে পৌরসভা সেই জায়গায় রবীন্দ্রভবন করতে পারবে।  কালিয়াগঞ্জ কোনো রবীন্দ্র ভবন নেই এটা কালিয়াগঞ্জ বাঁশির দীর্ঘদিনের চাহিদা। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ পৌরসভা কে রবীন্দ্র ভবনের জন্য আর্থিক সাহায্য করবে বলে জানিয়েছে   যদি পৌরসভা জায়গার ব্যবস্থা করে। এরপর সেই রবীন্দ্রভবনের গুরুত্ব বুঝে বিভাগীয় সেচমন্ত্রী আন্তরিক প্রচেষ্টায় তিস্তার জায়গা পৌরসভাকে দেওয়ার অনুমোদন করা হয়    ।

আজ সেই জায়গা জেলাশাসকের দপ্তর মারফত কালিয়াগঞ্জ এর ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুৎ মাঝির হাত থেকে তার  হাতে কাগজ  তুলে দেওয়া হল। কার্তিক বাবু বলেন এই জায়গার পরিমাণ মোট এক একর ৮৪ শত ক। তিনি বলেন এখন রবীন্দ্র ভবন করার জন্য আর কোন সমস্যা হবে না।  এখন  কাগজপত্র কমপ্লিট করে পৌরসভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে পাঠানো হবে আর্থিক বরাদ্দ পাওয়ার জন্য। তিনি বলেন এর মধ্যেই যে জায়গা আজ হস্তান্তরিত করা হলো পুরসভাকে সেই জায়গাকে পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেওয়া হবে । তিনি আশা প্রকাশ করে বলেন রবীন্দ্রভবন মানুষের একটি দীর্ঘদিনের চাহিদা আর সেই চাহিদা রাজ্যে মা মাটি মানুষের সরকার এর কালিয়াগঞ্জ পৌরসভা খুব শীগ্রই পূরণ করবেই তা নিয়ে কোন সন্দেহ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *