October 27, 2024

১৩৩ তম শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতি,কালিয়াগঞ্জ ব্লকের উদ্দ্যোগে পাঁচ অবসরপ্রাপ্ত শিক্ষক সম্বর্ধিত

1 min read

১৩৩ তম শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতি,কালিয়াগঞ্জ ব্লকের উদ্দ্যোগে পাঁচ অবসরপ্রাপ্ত শিক্ষক সম্বর্ধিত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ই সেপ্টেম্বর:শনিবার সর্বপল্লী ডঃ রাধাকৃষণের ১৩৩ তম জন্মজয়ন্তী(শিক্ষক দিবসকে)কেন্দ্র করে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ ব্লকের উদ্দ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা দেওয়ার হয়।এই পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক হলেন যথাক্রমে মদন গোপাল কর্মকার,বিজয় বর্মন,প্রদীপ সাহা,গযালাল সরকার এবং মকবুল হোসেন।

অনুষ্ঠান শুরু হয় শ্রাবনী ঘোষের রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে।অনুষ্ঠানে শ্বাগত বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির কালিয়াগঞ্জ ব্লকের সভাপতি মঃ ইজাবুল হক।

সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ,সভাপতির আসন অলঙ্কৃত করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নীলাঞ্জনা সাহা(বাপ্পা)

অনুষ্ঠানে সর্বপল্লী ডঃ রাধাকৃষণের প্রতিকৃতিতে মাল্য দান করেন বিধায়ক তপন দেব সিংহ, অসীম ঘোষ,নিতাই বৈশ্য নীলাঞ্জনা সাহা এবং পার্থ কুমার দাস।অনুষ্ঠানে প্রধান অতিথি তপন দেব সিংহ শিক্ষক দিবস সম্পর্কে বলতে গিয়ে বলেন শিক্ষক সমাজকে শিক্ষাকে নিয়ে ভাববার সময় এসেছে।তাদের উপর সমাজগঠনের গুরুত্বপূর্ন দায়িত্ব।তাই সত্যি কারের মানুষ তৈরিতে তাদের মনোনিবেশ বেশি বেশি করে করতে হবে।প্ৰকৃত শিক্ষা দিতে হবে যা শুধু পুস্তক পরে হয়না।

কো-মেন্টর অসীম ঘোষ বলেন শিক্ষক ছাত্রদের মধ্যে সুসম্পর্ক গড়ার প্ৰয়োজনীয়তা ভীষণভাবে দরকার।শিক্ষকদের এ ব্যাপারে অগ্রণীভূমিক নিতে হবে বলে তিনি মনে করেন।বক্তব্য রাখেন তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য এবং পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নিলাঞ্জন সাহা(বাপ্পা)।অনুষ্ঠানে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন বিদ্যালয় থেকে বেশ কিছু শিক্ষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন মোদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *