October 23, 2024

লক্ষ মানুষের মুখে মোদি।নদীর কথা নেই

1 min read

তুহিন শুভ্র মন্ডল কেউ বলছেন এত বড় সভা এযাবৎ  কোনদিন দেখেননি।কেউ বলছেন মোদি ম্যাজিকের জন্যই এত ভীড়।সকাল দশটা পনের নাগাদ যখনই হেলিকপ্টারের শব্দ এলো তখন থেকেই শুরু হয়ে গেল মোদি মোদি ধ্বনি।সেটা শেষ পর্যন্ত থাকলো।

বিজেপি মহিলা মহিলা মোর্চার সদস্যাদের মধ্যেও তুমুল উন্মাদনা।বুনিয়াদপুরের বরাল অঞ্চলের পঁচাশি বছর বর্ষীয়া রাধা রায় হোক বা কুশমন্ডির মধ্য বয়সী মিনতি মালাকার সবাই একবার নরেন্দ্র মোদিকে চোখের দেখা দেখতে সাতসকালেই চলে এসেছিলেন নারায়ণপুর ময়দানে।মাঠের অগণিত জনতা, গাছের মগডালেও মানুষের ভীড় মোদির ম্যাজিকের কথাই মনে পড়ায়।তিনি বক্তব্য রাখেন ঘড়ি ধরে পয়ত্রিশ মিনিট।অধিকাংশ সময় জুড়ে সেখানে থাকলো দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা।

এই কঠিন সময়ে সবাইকে চৌকিদার হওয়ারও আহ্বান জানান তিনি।জেলার প্রসঙ্গে রেলের প্রসঙ্গ আনেন এমনকি সম্ভাবনাময় কৃষিভিত্তিক শিল্পের কথাও উঠে আসে।নদী ও পরিবেশ কর্মীদের আশা ছিলো যে জেলার নদী সমস্যার অন্যতম আত্রেয়ী নিয়ে তিনি কিছু বলবেন।বিশেষত গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু তোলার পর বাড়তি আগ্রহ ছিলোই।কিন্ত সে নিয়ে কোন কথা হলোনা। তিনটি হেলিকপ্টার উড়িয়ে মোদি যখন আকাশে উড়লেন তারও অনেক পর ক্ষেত- মাঠ- রাস্তা দিয়ে ঘরমুখো হলেন মানুষ কেউ মোদিকে সামনে থেকে দেখার আনন্দ নিয়ে কেউবা আবার দেরী করে পৌছানোয় মোদিকে না দেখতে পাওয়ার হতাশা নিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *