ইসলামপুর বিধান সভা আসনের উপ-নির্বাচনের দিন ঘোষণা
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই উত্তর দিনাজপুর জেলার ২৯নম্বর ইসলামপুর বিধান সভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিন শনিবার ঘোষণা করা হল।
শনিবার রাজ্যের অপর ৪ টি বিধান সভা আসনের উপ-নির্বাচনের দিনও ঘোষণা করা হয়।অপর ৪টি বিধান সভা কেন্দ্রগুলি হল ৬৮নম্বর কান্দি বিধানসভা,৭৪নম্বর নওদা,৪৩নম্বর হাবিবপুর এবং ১০৫নম্বর ভাটপারা বিধানসভাকেন্দ্র।জানা যায় উপ-নির্বাচন হবে আগামী ১৯শে মে।নির্বাচনের গেজেট নিটিফিকেশন হবে ২২/৪/২০১৯।মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন আগামী২৯/৪/২০১৯।
মনোনয়ন পত্র পরীক্ষার দিন ধার্য হয়েছে৩০/৪/২০১৯।মনোনয়ন প্রত্যাহার করবার দিন ধার্য করা হয়েছে ,২/৫/২০১৯।নির্বাচনের দিন ধার্য হয়েছে ১৯/৫/২০১৯।