October 27, 2024

বিভিন্ন দাবির ভিত্তিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ডেপুটেশন

1 min read

বিভিন্ন দাবির ভিত্তিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ডেপুটেশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩সেপ্টেম্বর: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ২নম্বর চক্রের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অধীন শিক্ষক শিক্ষিকাগন ১৫ দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ ২নম্বর চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি ডেপুটেশন দেন।ডেপুটেশনের প্রধান দাবিগুলির মধ্যে ছিল বিগত ১/১/২০১৬ থেকে ৩১/১২/২০১৯পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগন অবসর গ্রহণ করেছেন তাদের সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে।১/১/২০২০পরে যেসমস্ত শিক্ষক শিক্ষিকাগন অবসর নিয়েছেন তাদেরকেও রোপা ২৯১৯অনুযায়ী দ্রুত পেনশন সহ সমস্ত অবসরকালীন আর্থিক দাবি মিটিয়ে দিতে হবে।

রোপা ২০১৯ এর অপশন ফর্ম সই করিয়ে তা জমা নেওয়া হয়নি।দ্রুত তার ব্যবস্থা করতে হবে।সার্কেলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক আপটুডেট করার ব্যবস্থা করতে হবে,যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জুলাই ২০২০ তে পি এফ কাটা হয়নি তা কাটার দ্রুত ব্যবস্থা নিতে হবে,অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে সহ বিভিন্ন দাবি সহ স্মারক লিপি ২নম্বর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে দেওয়া হয়।বিদ্যালয় পরিদর্শক ইসলাম তানিয়া রুবাইত দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তা উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন বলে জানান।ডেপুটেশনের নেতৃত্ব দেন কালিয়াগঞ্জ ২নম্বর চক্রের সম্পাদক অয়ন দত্ত।উপস্থিত ছিলেন সৌরভ কুন্ডু,প্রদীপ্ত সরকার ও কৌশিক ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *