October 26, 2024

বর্ষীয়ান বাম নেতা তথা ডি পি এস সির প্রাক্তন চেয়ারম্যান দুলাল সরকার(ভ্যাবল) প্রয়াত

1 min read

বর্ষীয়ান বাম নেতা তথা ডি পি এস সির প্রাক্তন চেয়ারম্যান দুলাল সরকার(ভ্যাবল) প্রয়াত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩আগস্ট:শনিবার রাত ১১টায় উত্তর দিনাজপুর তথা কালিয়াগঞ্জের বর্ষীয়ান সিপিআই(এম)নেতা দুলাল সরকারের(ভ্যাবল)মৃত্যুতে সমগ্র উত্তর দিনাজপুর জেলার সাথে কালিয়াগঞ্জ শহরে শোকের ছায়া নেমে আসে।প্রয়াত সিপিআই(এম)নেতা দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনীর বাড়িতেই ছিলেন।গত শনিবার শ্বাসকষ্টজনিত কারনে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি হবার পর তার লালা রস পরীক্ষা করবার পর রিপোর্টে পজেটিভ ধরা পরে।সাথে সাথে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে দুলাল সরকারকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩বছর।মৃত্যুকালে তিনি তার স্ত্রী বাম আন্দোলনের মহিলা নেত্রী শিপ্রা সরকারকে রেখে যান।রাজ্যে বামফ্রন্ট শাসন কালে প্রয়াত দুলাল সরকার উত্তর দিনাজপুর জেলা সিপিআই(এম)দলের জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য ছিলেন।প্রয়াত দুলাল সরকার(ভ্যাবল)উত্তর দিনাজপুর ডিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।প্রয়াত বাম নেতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন উত্তর দিনাজপুর জেলা সিপিআই(এম) দলের পক্ষ থেকে জেলা সম্পাদক অপূর্ব পাল।

তিনি বলেন বাম আন্দোলনের জেলা নেতা দুলাল সরকারের মৃত্যুতে অপূরণীয় যে ক্ষতি হল তা পূরণ হবার নয়।তিনি ও জেলা কমিটির সদস্য সহ বহু বাম নেতৃত্ব শোক জ্ঞাপনের সাথে সাথে তার পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন।

কালিয়াগঞ্জের বাম নেতা দিলীপ দাস বলেন আমি যাদের সাথে দীর্ঘদিন ধরে বাম রাজনীতি করে আসলাম তারা এক এক করে সবাই চলে গেল।নেই বীরেশ্বর লাহিড়ী,চলে গেল ভ্যাবল তাই এসব দেখে প্রচন্ড কষ্ট পাচ্ছি।

তিনি দুলাল সরকারের (ভ্যাবলের)মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে জানান এমন এক সংক্রামন রোগে শেষ মূহূর্তে আক্রান্ত হল যার কারনে আমরা তার মরদেহ শেষ শ্রদ্ধা টুকুও জানাতে বা শেষ দেখাও দেখতে পারলাম না।এই জ্বালা আমাদের কাছে সারাজীবনের জন্য থেকে গেল।ভ্যাবল যেখানেই থাকুক চীর শান্তিতে যেন থাকে।সিপিআই(এম) নেতা ভারতেন্দ্র চৌধুরী তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বলেন ভ্যাবলদাকে শেষ দেখা দেখতে পাবোনা এটা ভাবতেই অবাক লাগছে।তার মৃত্যুতে বাম আন্দোলনের বড় ক্ষতি হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *