October 26, 2024

‘তোমাকে রোজ মিস করি বাবা,’

1 min read

‘তোমাকে রোজ মিস করি বাবা,’

‘সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন তিনি। অত্যন্ত দূরদর্শী এক মানুষের নাম রাজীব গান্ধি।’ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৬তম জন্মদিনে এভাবেই শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।আজ অর্থাত্‍ বৃহস্পতিবার রাজীব গান্ধির ৭৬তম জন্মদিন। বাবাকে স্মরণ করে রাহুল গান্ধি ট্যুইটারে লেখেন, ‘রাজীব গান্ধি অত্যন্ত দূরদর্শী একজন মানুষ ছিলেন। সবচেয়ে বড় হল, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ ছিলেন।

 

আমি খুবই সৌভাগ্যবান, রাজীব গান্ধি আমার বাবা। আমি গর্বিত। আজ ওঁকে আমরা মিস করছি। রোজই করি।’রাজীব গান্ধির জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি ট্যুইট করেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিজির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ।’ভারতের সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধি। ১৯৮৪ সালে কংগ্রেসের দায়িত্ব নেন তিনি। মাত্র ৪০ বছর বয়সেই প্রধানমন্ত্রী হন। ১৯৪৪ সালে ২০ অগাস্ট জন্মগ্রহণ করেছিলে রাজীব গান্ধি। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে শ্রীপেরুম্বুদুরে তাঁকে হত্যা করে এলটিটিই জঙ্গিরা। রাজীব গান্ধির মৃত্যুদিনকে সন্ত্রাসবাদ-বিরোধী দিবস হিসেবেও পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *