October 26, 2024

শতাব্দী প্রাচীন তারা তীর্থ মন্দিরে হাতে গোনা ভক্ত নিয়ে হল তারা মায়ের পুজো

1 min read

শতাব্দী প্রাচীন তারা তীর্থ মন্দিরে হাতে গোনা ভক্ত নিয়ে হল তারা মায়ের পুজো

নিরবে নিভৃতে তারা মায়ের পুজো হল  হুগলির উত্তরপাড়া তারা তীর্থ মন্দিরে ।মন্দিরের পুরোহিত জানান কৌশিকী অমাবস্যার দিনে তারাপিঠে বাম দেবের সাথে তারা মায়ের দেখা হয়েছিল আর বামদের সিদ্ধ লাভ করেছিল সেই থেকেই শুরু হয় কৌশিকী অমাবস্যায় তারাপিঠে তারা মায়ের পুজো যা জগৎ জুড়ে পরিচিত হয়ে ওঠে।উত্তরপাড়ার এই শতাব্দী প্রাচীন মন্দিরে হাতে গোনা কয়েকজন ভক্তদের নিয়ে পুজো করলেন মন্দিরের পুরোহিত অনন্ত ভট্টাচার্য ।উত্তরপাড়া থানার উল্টো দিকে গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির ।

কৌশিকী অমাবস্যায় তারাপিঠের পাশাপাশি এই মন্দিরেও বহু ভক্ত ভির করে তবে করোনার মত মহামারী সকলের আনন্দ ক্ষীণ করে দিয়েছে ।মন্দির মসজিদ সকল স্থানেই বন্ধ হয়েছে পুজো পাঠ ।তাই যেসকল মানুষ মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারলেন না তাঁরা সকলে নিজের বাড়িতে থেকেই মা কে ডাকুন ।কারন এই মহামারী তে সকল কেই সতর্ক থাকতে হবে ।মন্দির মসজিদে আলাদা ভাবে কেউ উৎসব করতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *