October 26, 2024

স্বাধীন ভারতে মালদা জেলার অন্তর্ভুক্তিকরণ দিবস পালন করা হলো

1 min read

স্বাধীন ভারতে মালদা জেলার অন্তর্ভুক্তিকরণ দিবস পালন করা হলো

মালদাঃ আজ ১৮ই আগস্ট ২০২০, বিগত বছরের মতো এ বছরও গয়েশপুর নেতাজী সংঘের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীন ভারতে মালদা জেলার অন্তর্ভুক্তিকরণ দিবস পালন করা হলো। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করা হল, পতাকা উত্তোলন করলেন নেতাজী সংঘের সভাপতি ও এলাকার বরিষ্ঠ নাগরিক শ্রী কল্যান কুমার ভট্টাচার্য এবং সহ সভাপতি শ্রী সমীর কুমার ভট্টাচার্য মহাশয়।

করোনা মহামারীর জন্য এ বছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও, আজকের এই ঐতিহাসিক দিনটির জন্য ক্লাবের পক্ষ থেকে গয়েশপুর এলাকার কিছু শিশুদের হাতে তরল দুধের প্যাকেট, বিস্কুট ও চকলেট তুলে দেওয়া হল।আজ ১৮ ই আগস্ট, মালদা জেলার বাস্তবিক স্বাধীনতা দিবস। এদিনই মালদা জেলা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। জেলার পাঁচটি যদিও তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। দশটি থানা থেকে যায় ভারতবর্ষের মধ্যে। সালটা ১৯৪৭ রেটক্লিভ রয়েদাদ অনুযায়ী মালদা জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। জেলার দখল নেয় পাকিস্তানি খানসেনা। এরপরই জেলাজুড়ে শুরু হয় তীব্র আন্দোলন। মালদা বাঁশির দাবি ছিল মালদা জেলা কে অন্তর্ভুক্ত করা হোক। এরপর তালা উৎকণ্ঠার মধ্যে দিয়ে দুদিন কাটার পর 18 ই আগস্ট মালদা জেলা ভারতবর্ষের অন্তর্ভুক্তি হয়। পাকিস্তানি পতাকা নামিয়ে জেলা প্রশাসনিক ভবনে পুলিশ সুপারের অফিসে ভারতের পতাকা তোলা হয়। কিন্তু মালদা পাঁচটি থানা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ গোমস্তাপুর নাচোল ও ভোলাহাট পাকিস্তানের মধ্যে থেকে যায়। দশটি থানা নিয়ে গঠিত হয় মালদা জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *