October 26, 2024

‘চলতি সপ্তাহে শনিবার সম্পূর্ণ লকডাউন হবে না

1 min read

‘চলতি সপ্তাহে শনিবার সম্পূর্ণ লকডাউন হবে না

মঙ্গলবার নবান্নে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।‘চলতি সপ্তাহে শনিবার সম্পূর্ণ লকডাউন হবে না। আগামীকাল অর্থাৎ বুধবার (২৯ জুলাই) বুধবার লকডাউন। তারপর রবিবার ও সোমবার সম্পূর্ণ লকডাউন। তার পরের সপ্তাহে শনিবার ও রবিবার সম্পূর্ণ লকডাউন।

করোনা ভাইরাস সংক্রমণের উর্দ্ধগতির প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্যে সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছিল। চলতি সপ্তাহে আগামীকাল বুধবার লকডাউন।এর আগের সপ্তাবে বৃহস্পতিবার ও শনিবার ছিল লকডাউন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, চলতি সপ্তাহে শনিবার সম্পূর্ণ লকডাউন হবে না।মমতা জানিয়ে রাখেন, ‘৩১ অগাস্ট পর্যন্ত প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘৩১ জুলাই থেকে রাজ্যে নতুন পদ্ধতি চালু হচ্ছে’। ব্যাখ্যা করে তিনি বলেন, ‘২ অগাস্ট রবিবার, ৫ অগাস্ট বুধবার, ৮ অগাস্ট শনিবার, ৯ অগাস্ট রবিবার সম্পূর্ণ লকডাউন।তারপর, ১৬ অগাস্ট রবিবার, ১৭ অগাস্ট সোমবার সম্পূর্ণ লকডাউন। তারপর ২৩ অগাস্ট রবিবার, ২৪ অগাস্ট সোমবার। আবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন ৩১ অগাস্ট সোমবার।’ সম্পূর্ণ লকডাউনে ট্রেন ও বিমান চলবে না।প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী প্রথমে সম্পূর্ণ লকডাউনের যে তারিখগুলি ঘোষণা করেন, পরে তাতে কিছু বদল করেন। বিশেষ করে, গণেশ চতুর্থীর দিন প্রথমে লকডাউনের তালিকায় থাকলেও, পরে সেইদিন বাদ পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *