October 26, 2024

উত্তরবঙ্গে যোগার প্রসারে ঘটাতে গঠিত হল নর্থ বেঙ্গল যোগা ওয়েলফেয়ার অর্গানাইজেশন

1 min read

উত্তরবঙ্গে যোগাড় প্রসারে ঘটাতে গঠিত হল নর্থ বেঙ্গল যোগা ওয়েলফেয়ার অর্গানাইজেশন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,(উত্তর দিনাজপুর)২৪জুলাই:উত্তর বঙ্গের বিভিন্ন স্কুল কলেজ ও বেসরকারী সংস্থায় যোগাড় ব্যাপক প্রসার ঘটাতে সম্প্রতি রায়গঞ্জে গঠন করা হল উত্তর বঙ্গের বিভিন্ন প্রান্তের যোগা সংস্থার সদস্যদের নিয়ে নর্থবেঙ্গল যোগ ওয়েলফেয়ার অর্গানাইজেশন।এই সংস্থার কাজ সুষ্ঠ ভাবে পরিচালনা করবার জন্য ৯জনের একটি শক্তিশালী কার্যকরী কমিটি এবং ৮জনের একটি এড ভাইজারী কমিটি গঠন করা হয়।নয় জনের কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট জোগা প্রশিক্ষক রাম কুমার মন্ডল(দক্ষিণ দিনাজপুর) তিনজন সহ-সভাপতি হলেন

লাল বাহাদুর তামাং(মালদা),কাজল মুখার্জি(কালিম্পঙ)বিপ্লব চক্রবর্তী(দার্জিলিং)সাধারণ সম্পাদক সুব্রত সরকার(উত্তর দিনাজপুর)জয়েন্ট সেক্রেটারি-ফণীভূষন সাহা(কোচবিহার)কুশ বর্মন(উত্তর দিনাজপুর)সহ-কারী সম্পাদক-সৌরভ দাস(আলিপুরদুয়ার) ও ট্রেজারার–শান্তনু চৌধরী(জলপাইগুড়ি)আট জনের এডভাইজারী কমিটির সদস্যরা হলেন অসি ত কুমার সিনহা(মালদা)মিলন সাহা চৌধরী (আলিপুরদুয়ার)আশিষ মজুমদার(উত্তর দিনাজপুর)সমীর ঘোষ(কালিমপঙ)অংশুমান তালুকদার (দার্জিলিং)সোমনাথ চক্রবর্তী(দক্ষিণ দিনাজপুর) এবং মিন্টু রায়(কোচবিহার)।নব নিবাচিত সাধারন সম্পাদক সুব্রত সরকার বলেন আমরা যদি সবাই ঘরে ঘরে অত্যন্ত গুরুত্ব দিয়ে যোগাড় চর্চা করি তাহলে করোনাকে জয় করা আমাদের পক্ষে অনেকটাই সহজ হতে পারে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *