October 26, 2024

পরীক্ষা-নিরীক্ষা আশানুরূপ করোনার ভ্যাকসিন

1 min read

পরীক্ষা-নিরীক্ষা আশানুরূপ করোনার ভ্যাকসিন

পরীক্ষানিরীক্ষা আশানুরূপ করোনার ভ্যাকসিন নিয়ে আরও বেশ কিছু কাজ বাকি আছেতবে বিশ্বমারী করোনার সঙ্গে যুদ্ধে জেতার জন্য যেগুলি অতি দ্রুততার সঙ্গে করতে হবে অক্সফোর্ডের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন প্রসঙ্গে জেনেভায় সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের ডিরেক্টর . মাইক রায়ানরায়ান বলেন, “ফলাফল পজিটিভ। তবে এখনও অনেকটা পথ যাওয়া বাকি।

একইসঙ্গে আরও বলেন, ‘রিয়েল ওয়ার্ল্ডট্রায়াল শুরু হবে। এবার আরও বড় মাত্রায় ট্রায়াল করতে হবে। বিশ্বে এই মুহূর্তে করোনার সম্ভাব্য ২৩টি ভ্যাকসিন নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। পাশাপাশি, WHO প্রধান . তেদ্রস আধানম গেব্রেসিয়াস জোর দিয়ে বলেন যে, যে দেশ বা যে সংস্থা করোনার ভ্যাকসিন আনুক না কেন, তা যেন সবাই পায়, তা নিশ্চিত করতে হবে। বিশ্বের সমস্ত মানুষকে এই ভাইরাসের হাত থেকেই বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য। তাই জনকল্যাণে এই ভ্যাকসিনকে সবার হাতে পৌঁছে দিতে হবে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *